লাইলাতুল ক্বদর নির্দিষ্ট না করার হিকমত:
শুধু লাইলাতুল ক্বদরই নয় এমন অনেক বরকতময় মুহূর্ত আছে, যেগুলোর নির্দিষ্টতা আমাদের জন্য গোপন রাখা হয়েছে। যেমন- জুমু‘আর দিনে দু‘আ কবুলের সময়, পাঁচ ওয়াক্ত নামাযের মধ্যে সালাতুল ওসতা-মধ্যবর্তী নামায, আল্লাহর নামসমূহের মাঝে ইসমে আ‘যম প্রভৃতি। এগুলোর মাঝে যেমন বিশেষ হিকমত রয়েছে যে, যেন মানুষ জুমু‘আর দিনের প্রত্যেকটা সময়, পাঁচ ওয়াক্ত সালাতের সকল ওয়াক্ত এবং আল্লাহর সকল নামসমূহকে সমান গুরুত্ব দিয়ে আমল করে। অনুরূপ, লাইলাতুল ক্বদরের নির্দিষ্টতা না করার রহস্য হলো যেন আমরা রমাদ্বান মাসের শেষ দশকের প্রত্যেকটি রাতকে গুরুত্বেও সাথে আমল করি। প্রতিটি মুহুর্ত যেন রবের স্মরণে অতিবাহিত করি।
_____________
লাইলাতুল ক্বদর : ফযিলত ও আমল
গ্রন্থনা ও সংকলন: মুফতি মুহাম্মদ আলমগীর হোসাইন আন-নাজিরী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন