নারীদের জন্য বিয়ের পুর্বে সর্বাপেক্ষা সম্মানী হলেন পিতা-মাতা। বিয়ের পর হলেন স্বামী। সম্মান প্রদর্শনের সর্বোচ্চ মাত্রা হলো সিজদা করা যা একমাত্র মহান আল্লাহকে করা হয়। স্ত্রীর জন্য স্বামী আল্লাহর পরে সম্মান পাওয়ার যোগ্য। এ দিকে ইঙ্গিত করে রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন-
لَو كُنْتُ آمُرُ أَحَدًا أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ الْمَرْأَة أَن تسْجد لزَوجهَا
যদি আমি কোন ব্যক্তিকে সিজদা করার আদেশ দিতাম তবে স্ত্রীকে আদেশ দিতাম তার স্বামীকে সিজদা করতে। ৯৮
৯৮.তিরমিযী, সূত্র. মিশকাত; পৃ. ২৮১
অন্য বর্ণনায় আছে-
لَو كنت آمُر أحد أَنْ يَسْجُدَ لِأَحَدٍ لَأَمَرْتُ النِّسَاءَ أَنْ يَسْجُدْنَ لِأَزْوَاجِهِنَّ لِمَا جَعَلَ اللَّهُ لَهُمْ عَلَيْهِنَّ مِنْ حق
আমি যদি কাউকে সিজদা করার নির্দেশ দিতাম, তবে আমি স্ত্রীদেরকে তাদের স্বামীদেরকে সিজদা করার নির্দেশ দিতাম। কারণে আল্লাহ স্ত্রীদের উপর স্বামীদের আধিপত্য দিয়েছেন। ৯৯
৯৯.আবু দাউদ, আহমদ, সূত্র. মিশকাত; পৃ. ২৮২
অর্থাৎ স্ত্রীর কাছে স্বামী এতই সম্মানীয় যে, স্ত্রী কর্তৃক সিজদার উপযোগী স্বামী; কিন্তু মানুষ আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা নিষিদ্ধ বলে তা করা যাবে না।
___________
কিতাব: নন্দিত নারী
লেখক: হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি
আরবি প্রভাষক, জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, ষোলশহর, চট্টগ্রাম।
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন