লাইলাতুল ক্বদরে কী আমল করব?
রাসুল করিম রাউফুর রাহীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রমাদ্বানের শেষ দশকে অন্যান্য সময়ের চেয়ে বেশি ইবাদত-বন্দেগি করতেন এবং পরিবার-পরিজনকেও ইবাদতে উৎসাহিত করতেন। বুখারির বর্ণনায় এসেছে:
عَنْ عَائِشَةَ رضى الله عنها قَالَتْ كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا دَخَلَ الْعَشْرُ شَدَّ مِئْزَرَهُ وَأَحْيَا لَيْلَهُ وَأَيْقَظَ أَهْلَهُ
-“হযরত আয়িশা রাদ্বিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, যখন রমাদ্বানের শেষ দশক আসত, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর লুঙ্গি মুবারক কষে নিতেন (বেশী বেশী ইবাদতের প্রস্তুতি নিতেন) এবং রাত্র জেগে থাকতেন ও পরিবার-পরিজনকে জাগিয়ে দিতেন।”৫৮
➥৫৮ - সহিহ বুখারি: ২০২৪
কাজেই আমাদেরকেও এ সময় খুব বেশি বেশি ইবাদাত করে অতিবাহিত করা উচিত।
_____________
লাইলাতুল ক্বদর : ফযিলত ও আমল
গ্রন্থনা ও সংকলন: মুফতি মুহাম্মদ আলমগীর হোসাইন আন-নাজিরী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন