লাইলাতুল ক্বদরের আলামত
যে রাতটি লাইলাতুল ক্বদর হবে সেটা চেনার কিছু আলামত বা কিছু নিদর্শনের কথা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। সেগুলো হলো-
১. এ রাতটি রমাদ্বান মাসে।
২. এ রাতটি রমাদ্বানের শেষ দশকে।
৩. এটি রমাদ্বানের বেজোড় রাতে হওয়ার সম্ভাবনা বেশী।
৪. এ রাত রমাদ্বানের শেষ সাত দিনে হওয়ার সম্ভাবনা বেশী।
৫. রমাদ্বানের ২৭তম রজনী লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশী।
৬. ক্বদরের রাত হওয়ার ব্যাপারে সম্ভাবনার দিক থেকে পরবর্তী দ্বিতীয় সম্ভাবনা হল ২৫ তারিখ, তৃতীয় হল ২৯ তারিখে। চতুর্থ হল ২১ তারিখ। পঞ্চম হল ২৩ তারিখের রজনী।
৭. সর্বশেষ আরেকটি মত হল- মহিমান্বিত এ রজনীটি স্থানান্তরশীল। অর্থাৎ প্রতি বৎসর একই তারিখে বা একই রজনীতে তা হয় না এবং শুধুমাত্র ২৭ তারিখেই এ রাতটি আসবে তা নির্ধারিত নয়। আল্লাহর হিকমত ও তাঁর ইচ্ছায় কোন বছর তা ২৫ তারিখে, কোন বছর ২৩ তারিখে, কোন বছর ২১ তারিখে, আবার কোন বছর ২৯ তারিখেও হয়ে থাকে।
৮. রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না।
৯. নাতিশীতোষ্ণ হবে। অর্থাৎ গরম বা শীতের তীব্রতা থাকবে না।
১০. মৃদুমন্দ বাতাস প্রবাহিত হতে থাকবে।
১১. সে রাতে ইবাদত করে মানুষ অপেক্ষাকৃত অধিক তৃপ্তিবোধ করবে।
১২. কোন ঈমানদার ব্যক্তিকে আল্লাহ্ স্বপ্নে হয়তো তা জানিয়েও দিতে পারেন।
১৩. ঐ রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে।
১৪. সকালে হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে। যা হবে পূর্ণিমার চাঁদের মত। ৫৭
➥৫৭ - সহিহ ইবনু খুযাইমাহ: ২১৯০; বুখারি: ২০২১; মুসলিম: ৭৬২)।
_____________
লাইলাতুল ক্বদর : ফযিলত ও আমল
গ্রন্থনা ও সংকলন: মুফতি মুহাম্মদ আলমগীর হোসাইন আন-নাজিরী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন