নবী করীম (ﷺ) এর বগল মােবারক


◼ নবী করীম (ﷺ) এর বগল মােবারকদ্বয় অত্যন্ত পবিত্র, পরিষ্কার ও সুগন্ধময় ছিল। তাঁর বগলের রং বিবর্ণ হতাে না এবং তাঁর বগলে লােমও ছিল না।৬৯


◼ হযরত আনাস (রা.) বলেন, ৭০

رأيت رسول اللّٰه صلى اللّٰه عليه وسلم يرفع يديه في الدعاء حتى یری بیاض ابطیه


আমি নবী করীম (ﷺ)  কে বৃষ্টির প্রার্থনার দুআয় এ পরিমাণ উপরে হাত তুলতে দেখেছি যে, তাঁর বগলদ্বয়ের শুভ্রতা দেখা যাচ্ছিল।



◼ হযরত জাবির (রা.) বলেন, ৭১



كان النبي صلى اللّٰه عليه وسلم إذا سجد ، یری بیاض ابطيه .


নবী করীম (ﷺ) যখন সিজদা করতেন তখন তাঁর বগলদ্বয়ের শুভ্রতা দেখা যেতাে।



◼ এক সাহাবী (রা.) বলেন, ৭২


নবী করীম (ﷺ) যখন হযরত মায়েয ইবনে মালিক (রা.) কে তাঁর যিনার স্বীকারােক্তির প্রেক্ষিতে প্রন্ত নিক্ষেপের মৃত্যুদন্ড প্রদানের হুকুম দিলেন তখন তাঁর শরীরের উপর পাথরের বর্ষন দেখে আমি দাড়িয়ে থাকার শক্তি হারিয়ে ফেলি- আমি পড়ে যাবার উপক্রম হলাে। তখন নবী করীম (ﷺ)  আমাকে জড়িয়ে ধরলেন, সে সময় তাঁর


বগলের ঘর্ম আমার উপর ফোটা ফোটা হয়ে পড়ছিল, যা থেকে কস্তুরীর মত সুগন্ধ আসছিল।



৬৯. ‘আল্লামা যারক্বানী : প্রাগুক্ত, খ, ৪, পৃ. ১৮৬; জালালুদ্দীন সুয়ুত্বী : প্রাগুক্ত, খ, ১, পৃ. ৬৩


৭০. ইমাম বুখারী : আল-জামি', খ. ২, পৃ. ৯৩৮।


৭১. জালালুদ্দীন সুয়ূত্নী : প্রাগুক্ত, খ, ১, পৃ. ৬৩।


৭২, “আল্লামা যারক্বানী : প্রাগুক্ত, খ. ৪, পৃ. ১৮৭; জালালুদ্দীন সুয়ূত্নী : প্রাগুক্ত, খ. ১, পৃ. ৬৭।

_________________

কিতাবঃ হৃদয়ের আয়নায় নবী করীম (ﷺ)

লেখকঃ ড. মোহাম্মদ আবদুল হালিম

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন