নবী করীম (ﷺ) এর দাঁড়ি ও চুল মােবারক


নবী করীম (ﷺ) এর দাড়ি মােবারক ঘন, অত্যড় সুন্দর ও আকর্ষণীয় ছিল। তিনি (ﷺ) দাড়ি মােবারকে তৈল ব্যবহার করতেন চিরনীও ব্যবহার করতেন। তিনি কখনাে কলপ ইত্যাদি ব্যবহার করেননি। কেননা তাঁর দাড়ি ও মাথা মােবারকের মধ্যে বিশটির অধিক সাদা চুল ছিল না।


◼ হযরত আনাস (রা.) কে ইবনে সীরীন প্রশ্ন করে বলেন, ৫৮



هل كان رسول الله صلى الله عليه وسلم خضب ؟ فقال لم يبلغ الخضاب كان في لحيته شعرات بيض


নবী করীম (ﷺ) কি কলপ ব্যবহার করতেন ? হযরত আনাস (রা.) বলেন, তাঁর (ﷺ) কলপ ব্যবহারের প্রয়ােজনই দেখা দেয়নি। তাঁর দাড়িতে দশখানা কেশ সাদা ছিল।



৫৮. ইমাম মুসলিম : আল-জামি', খ. ২, পৃ. ২৫৮।



◼ হযরত আলী (রা.) বলেন, ৫৯



كان رسول الله صلى الله عليه وسلم ضخم الرأس واللحية .


নবী করীম (ﷺ) এর মাথা ও দাড়ি মােবারক বড় ছিল।



◼ হযরত সাঈদ ইবন মুসায়্যিব (রা.) হযরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণনা করেন, ৬০



كان رسول الله صلى الله عليه وسلم اسود اللحية ، حسن الثغر .


নবী করীম (ﷺ) দাঁড়ি মােবারক কালাে ও সুন্দর ভাবে খাঁজ কাটা ছিল।


নবী করীম (ﷺ) এর চুল মােবারক খুবই সরু ও কালাে ছিল যা দেখতে খুবই আকর্ষণীয় ছিল। কোকড়ানাে নয়, পুরাপুরি সােজাও নয় আবার বাঁকাও নয়। এ চুল মােবারক প্রায় সময় কানের লতি পর্যন্ত ঝুলে থাকতাে। কখনাে কাঁধ পর্যন্ত লম্বা হতাে।



◼ হযরত আনাস (রা.) কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ৬১



كان شعره بين الشعرين لا سبط ولا جعد بين أذنيه و عاتقه .


নবী করীম (ﷺ) এর চুল মােবারক ঝুলন্ত নয়। কোঁকড়ানাে পরিপাটি করাও নয়। দু’কানের লতি পর্যন্ত লম্বা থাকতাে, কখনাে স্কন্ধ পর্যন্ত লম্বা থাকতাে। বর্ণিত আছে যে, তাঁর মাথা ও দাড়ি মােবারকে মােট দশ থেকে সতেরটি চুল সাদা ছিল। ৬২



৫৯, ইমাম তিরমিযী : আল-জামে', কিতাবুল মানাকিব, বাবু- মা জা ফী সিফাতিন নবী (ﷺ)।


৬০. ইমাম বায়হাক্বী : দালাইলুন নবুয়্যত, খ. ১, পৃ. ২১৭


৬১. ইমাম বায়হাক্বী : প্রাগুক্ত, খ. ১, পৃ. ২১৯


৬২. আল্লামা যারক্বানী : প্রাগুক্ত, খ, ৪, পৃ. ২০৭; “আল্লামাি শফি উকাড়ভী : প্রাগুক্ত, পৃ. ১৬০।

_________________

কিতাবঃ হৃদয়ের আয়নায় নবী করীম (ﷺ)

লেখকঃ ড. মোহাম্মদ আবদুল হালিম

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন