কিয়ামত পর্যন্ত প্রতিটি ঘটনার সংবাদ

 

কিয়ামত পর্যন্ত প্রতিটি ঘটনার সংবাদঃ-



❏ইমাম মুসলিম (رحمة الله)সহ আরও অনেকে সংকলন করেন-

عَنْ حُذَيْفَةَ، قَالَ: قَامَ فِينَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَقَامًا، مَا تَرَكَ شَيْئًا يَكُونُ فِي مَقَامِهِ ذَلِكَ إِلَى قِيَامِ السَّاعَةِ



-“হযরত হুজায়ফা (رضي الله عنه) বর্ণনা করেন, একদা আল্লাহর রাসূল (ﷺ) আমাদের মাঝে (খুতবা দেয়ার উদ্দেশ্যে) দাঁড়ালেন। সে বয়ানে তখন থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছুই বলেছেন কোন কিছুই বাদ দেননি।” ২৮০


{২৮০. সহীহ্ বুখারী; সহীহ্ মুসলিম, হা/২৮৯১; মুসনাদে বায্যার, হা/২৮৬২; সুনানে আবু দাউদ; মুস্তাদরাকে হাকেম, ৪/৫৩৩ পৃ: হা/৮৪৫৬; তিরমিযি শরীফ; মুসনাদে আহমদ, ৩৮/৩০৭ পৃ. হা/২৩২৭৪ এবং ৩৮/৩৩৮ পৃ. ২৩৩০৯; মিশকাত শরীফ, (ভারতীয়) ৪৬১ পৃ:; মিরকাত শরহে মেসকাত, ১১তম খণ্ড, ৩ পৃ:; মু‘জামে ইবনু আসাকির, হা/৪৮}



আক্বিদা


এ হাদিস থেকে বুঝা গেল কিয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু আল্লাহর প্রিয় হাবিব জানেন, আর তিনি জানেন বলেই এ সংবাদ পরিবেশন করেছেন। ২৮১


{২৮১. সম্পাদক কর্তৃক সংযোজিত।}

____________________

আকাইদে সাহাবাহ

(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)

মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ

ক্বাদেরী আশরাফী (رحمة الله)

বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন