অতুলনীয় হাতঃ-
সায়্যিদুনা হুযায়ফা (رضي الله عنه) বর্ণনা করেন যে, নবী করীম (ﷺ) নামায সমাপ্ত করে তাশরিফ নিয়ে যাচ্ছেন সাহাবায়ে কিরাম তাঁর (ﷺ)’র হাত মুবারক নিজেদের মুখের উপর মালিশ করতে লাগলেন।
فَأَخَذْتُ بِيَدِهِ فَوَضَعْتُهَا عَلَى وَجْهِي فَإِذَا هِيَ أَبْرَدُ مِنَ الثَّلْجِ وَأَطْيَبُ رَائِحَةً مِنَ المِسْكِ
-‘অতঃপর আমিও তাঁর হাত মুবারক আমার মুখে মালিশ করলাম। তাঁর হাত মুবারাক বরফ থেকেও অধিক ঠান্ডা এবং কস্তুরি থেকে অধিক সুগন্ধীযুক্ত ছিল।’ ২৮৩
{২৮৩. সহীহ বুখারী শরীফ, ৪/১৮৮ পৃ. হা/৩৫৫৩, পরিচ্ছেদ:, ইমাম ইবনে খুজায়মা, আস-সহীহ, ৩/৬৭ পৃ. হা/১৬৩৮, ইবনে আছির, জামেউল উসূল, ৭/৭১ পৃ. হা/৫০৩৭, ইমাম মুনযিরী, তারগীব ওয়াত তারহীব, ৪/২৬ পৃ. হা/৫৪৭৩}
আক্বিদা
সরকারে দু’আলম (ﷺ) অতুলনীয়। রাসূল (ﷺ)’র হাত-পা মুবারককে যারা নিজেদের হাত পায়ের সাথে তুলনা করে তাদেরকে বর্জন করা দরকার।
❏আ‘লা হযরত (رحمة الله) বলেন-
بهينى بهينى مہك پر مہكتى درود
پيارى نفاست پہ لاكهوں سلام
-‘তাঁর সুগন্ধির উপর সুগন্ধিময় দরূদ,
তাঁর প্রিয় নিঃশ্বাসের উপর লাখো দরূদ।’
____________________
আকাইদে সাহাবাহ
(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)
মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ
ক্বাদেরী আশরাফী (رحمة الله)
বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন