সায়্যিদুনা সালমাহ বিন আকওয়া (رضي الله عنه)'র আক্বিদা
খায়বার কে বিজয় করবে?
সায়্যিদুনা সালমাহ বিন আকওয়া‘ (رضي الله عنه) বর্ণনা করেন যে, খায়বার যুদ্ধে হযরত আলী (رضي الله عنه) রাসূল (ﷺ)’র পেছনে ছিলেন, তাঁর চোখ অসুস্থ ছিল। খায়বার বিজয়ের পূর্বরাতে রাসূল (ﷺ) বললেন,
لَأُعْطِيَنَّ الرَّايَةَ، أَوْ لَيَأْخُذَنَّ الرَّايَةَ، غَدًا رَجُلًا يُحِبُّهُ اللَّهُ وَرَسُولُهُ، أَوْ قَالَ: يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ، يَفْتَحُ اللَّهُ عَلَيْهِ
-“আগামীকাল এমন এক ব্যক্তির হাতে বিজয়ের পতাকা দেয়া হবে যে আল্লাহ এবং রাসূল (ﷺ) কে ভালবাসেন এবং আল্লাহ ও তাঁর রাসূল (ﷺ) তাকে ভালবাসেন। তাঁর হাতেই খায়বার বিজয় হবে।’’
হঠাৎ আমরা হযরত আলী (رضي الله عنه) কে দেখলাম আর আমাদের বিশ্বাস ছিল না যে, হযরত আলী (رضي الله عنه) বিজয় করবেন। সাহাবায়ে কিরাম (رضي الله عنه) আরয করলেন তিনি হযরত আলী (رضي الله عنه)-ই হবেন।
فَأَعْطَاهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الرَّايَةَ فَفَتَحَ اللَّهُ عَلَيْهِ
-‘রাসূল (ﷺ) হযরত আলী (رضي الله عنه)’র হাতে বিজয়ী পতাকা দান করলেন আর বললেন, আল্লাহ তাকে বিজয় দান করবেন।’ ২৬০
{২৬০. সহীহ মুসলিম শরীফ, ৫/১৮ পৃ. হা/৩৭০২, হযরত আলী (রা.)’র ফযিলত অধ্যায়, পরিচ্ছেদ: بَابُ مَنَاقِبِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ القُرَشِيِّ الهَاشِمِيِّ أَبِي الحَسَنِ رَضِيَ اللَّهُ عَنْهُ}
আক্বিদা
রাসূল (ﷺ)’র এই ইলম ছিল যে খায়বার বিজয়ী কে? এসব বস্তুর সম্পর্ক গায়বের সাথে আর সমস্ত সাহাবা যারা খায়বার যুদ্ধে ছিলেন তাঁদেরও এই বিশ্বাস ছিল যে আল্লাহ তা‘আলা তাঁর প্রিয় মাহ্বূব (ﷺ) কে ইলমে গায়ব দান করে মালামাল করেছেন।
কেননা রাসূল (ﷺ) যখন বললেন, আগামীকাল এমন ব্যক্তির হাতে পতাকা দেবো, যার হাতে খায়বার বিজয় হবে। তখন কোন সাহাবি এটা বলেননি যে, আগামীকাল কি হবে সেটা তো আল্লাহ জানেন, আপনি কিভাবে তা বলছেন? এই বিষয়ে কোন আপত্তি না করাই হলো এই ইলমে গায়ব সম্পর্কে প্রকৃষ্ট দলিল। তাঁদের বিশ্বাস ছিল নাবী কারীম (ﷺ) তা জানেন।
এটাও বুঝা গেল যে, হযরত আলী (رضي الله عنه) এমন ব্যক্তিত্ব যিনি আল্লাহর প্রিয়ভাজন এবং রাসূল (ﷺ)’র প্রিয়ভাজন হওয়া সম্পর্কে মহানবী (ﷺ) সত্যায়ন করেছেন।
____________________
আকাইদে সাহাবাহ
(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)
মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ
ক্বাদেরী আশরাফী (رحمة الله)
বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন