সায়্যিদুনা বারা ইবনু আযিব এবং সায়্যিদুনা আবূ বুরদাহ বিন নায়্যার (رضي الله عنه)মার আক্বিদা
মুখতার নবী (ﷺ):-
হযরত বারা ইবনু আযিব (رضي الله عنه) থেকে বর্ণিত, রাসূল (ﷺ) বলেন, আজকে (ঈদুল আদ্বহার দিন) আমি প্রথমে যে কাজটি করবো, তা হল নামাযের পর আমি কুরবানি করবো। সুতরাং যে ব্যক্তি আমার অনুরূপ করবে সে আমার সুন্নাত পালন করল। আর যে ব্যক্তি প্রথমে কুরবানি করল, তার যবেহকৃত পশুর গোশত পরিবারের জন্য তৈরিকৃত গোশতের মত। কুরবানির সাথে তার কোন সম্পর্ক নেই।
হযরত আবূ বুরদাহ বিন নায়্যার (رضي الله عنه) নামাযের পূর্বে কুরবানি করেছেন, সুতরাং তিনি আরয করলেন, আমার কাছে ছয় মাসের একটি ছাগলের বাচ্চা আছে যেটি এক বছরের ছাগলের চেয়েও উত্তম। রাসূল (ﷺ) ইরশাদ করলেন,
اذْبَحْهَا وَلَنْ تَجْزِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ
-‘‘এটা যবেহ করে দাও, আর তোমার পরে এরূপ করা কারো বৈধ নয়।’’ ২৫৯
{২৫৯. সহীহ মুসলিম শরীফ, ৩/১৫৫৮ পৃ., হা/১৯৬১, ইমাম তাবরানী, মু‘জামুল আওসাত, ২/৩৬ পৃ. হা/১১৫৮, সুনানে দারেমী, ২/১২৪৮ পৃ. হা/২০০৫, সুনানে নাসাঈ, হা/১২৬৩}
আক্বিদা
ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদ মুস্তফা (ﷺ) মুখতার নাবী। এক বছরের কম ছাগলের বাচ্চা দিয়ে কুরবানী জায়িয নয়। কিন্তু নাবী করিম (ﷺ) হযরত আবু বুরদাহ (رضي الله عنه) কে ছয় মাস বয়সের ছাগলের বাচ্চা দিয়ে কুরবানি করার অনুমতি দিয়েছেন। আর বলেছেন, এটা শুধু তোমার জন্য। তোমার পরে এক বছরের কম বয়সের বাচ্চা দিয়ে কেউ যে কুরবানি না করে।
____________________
আকাইদে সাহাবাহ
(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)
মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ
ক্বাদেরী আশরাফী (رحمة الله)
বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন