পায়ের গোড়ালির মধ্যে ফুঁৎকার দেয়ার মাধ্যমে আরোগ্য লাভ

 

পায়ের গোড়ালির মধ্যে ফুঁৎকার দেয়ার মাধ্যমে আরোগ্য লাভঃ-


হযরত ইয়াজিদ বিন আবূ উবাইদ (رضي الله عنه) বলেন, আমি হযরত সালমাহ বিন আক্বওয়া‘ (رضي الله عنه)’র পায়ের গোড়ালির মধ্যে একটি আঘাতের চিহ্ন দেখতে পেলাম, পেয়ে বিজ্ঞাসা করলাম, হে আবূ মুসলিম, এটি কিসের আঘাত? তিনি বললেন, এটি সেই আঘাত যা আমি খায়বার যুদ্ধের দিন প্রাপ্ত হয়েছিলাম। পাশের লোকেরা বলতে লাগল যে, সালমাহ বিন আক্বওয়া শহীদ হয়েছেন।



فَأَتَيْتُ الْنَبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنَفَثَ فِيهِ ثَلَاثَ نَفَثَاتٍ فَمَا اشْتَكَيْتُهَا حَتَّى السَّاعَة



-‘‘তখন আমি রাসূল (ﷺ)’র খিদমাতে গেলাম, রাসূল (ﷺ) তিনবার দম করলেন। তখন থেকে অদ্যাবধি আর কোন দিন কষ্ট অনুভব করিনি।’’ ২৬১


{২৬১. খতিব তিবরিযি, মিশকাত শরীফ, ৩/১৬৪৮পৃ., হা/৫৮৮৬, পরিচ্ছেদ: بَاب فِي المعجزات, সহীহ বুখারী, ৫/১৩৩ পৃ. হা/৪২০৬}



আক্বিদা:


সাহাবায়ে কিরাম (رضي الله عنه)’র উপর যখন কোন মুসিবত পৌঁছলে তারা নাবীর দরবারে এসে তা পেশ করতেন। অতঃপর তাঁরা তাঁদের মাকসুদে কামিয়াব অর্জন করতেন। এটাও বুঝা গেল যে দম বা ফুঁৎকার করা সুন্নাত।

____________________

আকাইদে সাহাবাহ

(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)

মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ

ক্বাদেরী আশরাফী (رحمة الله)

বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন