নবী করীম (ﷺ) এর গর্দান/স্কন্ধ ও পৃষ্ঠ মােবারক এবং মােহরে নবুয়্যত


◼ নবী করীম (ﷺ) -এর গর্দান মােবারক অত্যন্ত সুন্দর, দীর্ঘ রূপার মত সাদা উজ্জ্বল এবং সমতল ছিল।৬৩


◼ হযরত আবু হুরায়রা (রা.) বলেন, ৬৪

নবী করীম (ﷺ) এর স্কন্ধ মােবারক যখন কোন সময় বস্ত্রহীন হয়ে যেতাে তখন মনে হতাে ইহা যেন রৌপ্যের পিন্ডের মত।



◼ হযরত আলী (রা.) বলেন, ৬৫


মক্কা বিজয়ের দিন নবী করীম (ﷺ) মূর্তি ভেঙ্গে ফেলার জন্য আমাকে তাঁর কাঁধে তুলে নিলেন। তাঁর (ﷺ) কাঁধ মােবারকের শক্তির অবস্থা ছিল।


اني لو شئت نلت افق السماء .


যদি আমি ইচ্ছা করতাম তা হলে আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যেতে পারতাম।



◼ হযরত জাবের ইবন সামুরা (রা.) বলেন, ৬৬



رأيت الخاتم عند كتفه مثل بيضة الحمامة يشبه جسده .


আমি মােহরে নবুয়্যতকে তাঁর (ﷺ) স্কন্ধের পার্শ্বে কবুতরের ডিমের মত দেখেছি। রঙের দিক দিয়ে ওটা তাঁর শরীর মােবারক সদৃশ ছিল ।



◼ হযরত সালমান ফারসী (রা.) বলেন, ৬৭


আমি নবী করীম (ﷺ) এর খেদমতে উপস্থিত হলাম, তিনি (ﷺ) তাঁর চাদর মােবারক আমার প্রতি নিক্ষেপ করলেন এবং বললেন, তােমাকে যে বিষয়ে হুকুম দেয়া হয়েছে তা দেখ। তখন আমি তাঁর মােহরে নবুয়্যতকে উভয় স্কন্ধের মাঝখানে কবুতরের ডিমের মত দেখলাম।


হযরত জালহামা ইন আরফাতা (রা.) বলেন, একবার আমি মক্কায় এলাম। তখন মক্কাবাসীরা দূর্ভিক্ষের কঠিন বিপদে জর্জরিত ছিল। কুরাইশ বংশের লােকেরা সমবেত হয়ে হযরত আবু তালেবের কাছে এসে বলল, হে আবু তালেব! মানুষ কঠিন বিপদে পতিত হয়েছে। বের হউন এবং আল্লাহর কাছে বৃষ্টির প্রার্থনা করুন।


     অতঃপর আবু তালেব বের হলেন, তাঁর সাথে এমন একটি নূরানী শিশু ছিল যেন একটি সূর্য, যা কালাে ঘনঘটা থেকে বের হয়েছে এবং তাঁর চার পাশে ছিল আরাে ক’জন শিশু, আল্লাহর ঘরে পৌঁছে আবু তালেব ঐ নূরানী শিশুর পৃষ্ঠদেশ, কা'বার দেওয়ালের সাথে লাগিয়ে দিলেন। নূরানী শিশুটি আঙ্গুল দ্বারা আকাশের দিকে ইশারা করলেন সে সময় আকাশে কোন মেঘ খন্ড ছিল না। কিন্তু তাঁর ইঙ্গিতে চর্তুদিক হতে মেঘ মালা এসে যায় এবং এত বেশী বৃষ্টিপাত হলাে যে, জঙ্গল থেকে পানির ফোয়ারা ছুটলাে, পরিতৃপ্ত হয়ে গেল শহর ও গ্রামবাসী। দূর্ভিক্ষের বিপদও দূরীভূত হয়ে যায়।



৬৩, জালালুদ্দীন সুয়ূত্বী : প্রাগুক্ত, খ. ১, পৃ. ৭৫


৬৪. ইমাম নাসাঈ : আস-সুনান, কিতাবুল হজ্জ, বাবু দুখুলি মক্কা।


৬৫, জালালুদ্দীন সুয়ূত্বী : প্রাগুক্ত, খ, ১, পৃ. ২৬৪।


৬৬. ইমাম মুসলিম : আল-জামি', খ. ২, পৃ. ২৫৯।


৬৭. জালালুদ্দীন সুয়ুত্বী : প্রাগুক্ত, খ. ১, পৃ. ৫৯।




◼ আবু তালিব সে দিকে ইঙ্গিত করে কতই না সুন্দর বলেছেন, ৬৮



وابيض يستسقى الغمام بوجهه + ثمال اليتمي عصمة للارامل


يلوذ به الهلاك من آل هاشم + فهم عنده في نعمة وفواضل



১. সে ফর্সা রং বিশিষ্ট-যার নূরানী চেহরা মােবারকের অবদানে মেঘের পানি প্রার্থনা করা যায়। তিনি এতিমদের আশ্রয়স্থল এবং বিধবাদের রক্ষাকারী।


২. বনু হাশেমের মত উচ্চমনা লােক ধ্বংস ও বিনাশের সময় তাঁর কাছে প্রার্থনা ও ফরিয়াদ করে এবং তারা তাঁর সান্নিধ্যে এসে মহান নি'আমত লাভ করে।



৬৮. ‘আল্লামা যারক্বানী : প্রাগুক্ত, খ, ১, পৃ. ১৯০; জালালুদ্দীন সুয়ূত্বী : প্রাগুক্ত, খ. ১, পৃ. ৮৬।

_________________

কিতাবঃ হৃদয়ের আয়নায় নবী করীম (ﷺ)

লেখকঃ ড. মোহাম্মদ আবদুল হালিম

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]



Post a Comment

নবীনতর পূর্বতন