◼ নবী করীম (ﷺ) -এর নাক মােবারক ছিল সুউচ্চ, লম্বা ও খুবই আকর্ষণীয়। যেমন ইমাম হাসান (রা.) তাঁর খালাে থেকে বর্ণনা করেন, ৪৩
كان رسول اللّٰه صلى اللّٰه عليه وسلم ، واسع الجبين ، ازج الحواجب ، سوابغ في غير قرن ، بينها عرق يدره الغضب ، اقني العرنين ، له نور يعلوه يحسبه من لم يتأمله اشم ، سهل الخدين ، ضليع الفم اشنب ، مفلج الأسنان -
নবী করীম (ﷺ) ছিলেন, প্রশস্ত কপাল, আকর্ষণীয় সুদীর্ঘ চোখের ভ্রু, যা যুক্ত ছিল না, রাগান্বিত হলে উভয়ের মধ্যখানে মুক্তার ন্যায় উজ্জ্বল সুগন্ধময় ঘর্ম বের হতাে। সুউচ্চ, লম্বা চমৎকার জ্যোতির্ময় নাসিকা মােবারক নরম কুসুম কোমল গাল মােবারক, বড় মুখ এবং উজ্জ্বল দাঁত মােবারক বিশিষ্ট ছিলেন।
৪৩. ইমাম বায়হাক্বী : প্রাগুক্ত, খ. ১, পৃ. ২১৪; ইমাম তিরমিযী : শামায়েল, প্রাগুক্ত পৃ.১৮
_________________
কিতাবঃ হৃদয়ের আয়নায় নবী করীম (ﷺ)
লেখকঃ ড. মোহাম্মদ আবদুল হালিম
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন