শপথ করে অদৃৃশ্যের সংবাদ দেয়াঃ-
সায়্যিদুনা হযরত আবূ সা‘ঈদ খুদরি (رضي الله عنه) বর্ণনা করেন যে, আমরা রাসূল (ﷺ)’র সাথে বের হলাম। রাসূল (ﷺ) ওয়াদিয়ে আফ্ফান এর মধ্যে দাঁড়ালেন এবং কয়েক রাত সেখানে অপেক্ষা করলেন। তখন কোন কোন মানুষ বলতে শুরু করলেন, আমরা তো এখানে কিছুই করছি না। আমাদের ঘর খালি, আমাদের পরিবার একা। আমরা আমাদের ঘরকে নিরাপদ মনে করি না এ সংবাদ রাসূল (ﷺ)’র কাছে পৌঁছলে তিনি বলেন-
وَالَّذِي نَفْسِي بِيَدِهِ مَا فِي الْمَدِينَةِ شِعْبٌ وَلَا نَقْبٌ إِلَّا عَلَيْهِ مَلَكَانِ يَحْرُسَانِهَا حَتَّى تَقْدَمُوا إِلَيْهَا
ঐ স্বত্ত¡ার শপথ! যার কুদরাতের হাতে আমার প্রাণ মাদিনা মুনাওয়ারার এই গিরিপথ এবং প্রত্যেক রাস্তার উপর দু’জন ফেরেশতাকে পাহারা দেয়ার জন্য নিযুক্ত করা হয়েছে। যতক্ষণ না তোমরা মাদিনায় পৌঁছবে তারা ততক্ষণ পাহারা দিবে। এরপর রাসূল (ﷺ) ইরশাদ করলেন, মদিনা মুনাওয়ারার দিকে স্থানান্তরিত হও, আর আমরা যখন মদিনা মুনাওয়ারায় পৌঁছলাম, ঐ স্বত্ত¡ার শপথ, যার নামে শপথ করা হয়, এখনো আমরা যুদ্ধের সরাঞ্জম রাখিনি বানূ গাতফান হামলা শুরু করে দিল। ২০৪
{২০৪. ২০৪.খতিব তিবরিযি, মিশকাত শরীফ, ৩/১৬৫৫পৃ: হা/৫৯০১, সহীহ মুসলিম শরীফ, ২/১০০১, হা/১৩৭৪।}
আক্বিদা
সাহাবায়ে কিরাম রাসূল (ﷺ)-এর ইলমে গায়বের সংবাদ হলফ করে বর্ণনা করেছেন এবং হাকীকতে তাঁরা এটি দৃঢ় বিশ্বাসের সাথেই হলফ বা শপথ করতেন। তাহলে আজ যারা রাসূল (ﷺ)-এর ইলমে গায়ব জানাকে শিরক বলছেন তাদের ফাতওয়ায় সাহাবায়ে কিরামের হলফ বা শপথের কি হবে? আল্লাহ তা‘আলা এ সমস্ত লোকদের থেকে মুসলমানদের ঈমানকে রক্ষা করুন। আমিন।
____________________
আকাইদে সাহাবাহ
(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)
মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ
ক্বাদেরী আশরাফী (رحمة الله)
বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন