নবী করীম (ﷺ) এর চেহরা মােবারক


◼বিশিষ্ট সাহাবী হযরত বারা ইবনে ‘আযিব (রা.) বলেন, ১

كان رسول اللّٰه صلى اللّٰه عليه وسلم أحسن الناس وجهّا ، و أحسنه خلقا، لیس بالطویل الذاب٫ ولا بالقصر-

নবী করীম (ﷺ) এর চেহরা মােবারক ও চরিত্র সর্বাপেক্ষা সুন্দরতম ছিল। হাঁটার সময় তাঁকে না লম্বা না বেঁটে মনে হতাে।


◼ হযরত বারা (রা.) কে কেউ প্রশ্ন করলেন, রাসূলুল্লাহ  (ﷺ) -এর চেহরা মােবারক কি তরবারীর মত চকচকে ছিল? তিনি উত্তর দিলেন, না, বরং চন্দ্রের মত উজ্জ্বল ছিলেন। ২


◼ হযরত জাবির ইবন সামুরা (রা.) কে এক ব্যক্তি প্রশ্ন করলেন, নবী করীম (ﷺ) এর চেহরা মােবারক কি তরবারীর মত চকচকে ছিল? তিনি বললেন, না, বরং চলমান সূর্য ও চন্দ্রের মত। ৩



১. ইমাম বায়হাক্বী : দালাইলুন নবুয়্যত, খ. ১, পৃ. ১৯৪; ইমাম বুখারী : আল-জামি', কিতাবুল মানাকিব-বাবু সিফাতিন নবী (ﷺ) ; ইমাম মুসলিম : আল-জামি কিতাবুল ফাদ্বায়িল বাবু সিফাতিন নবী (ﷺ)।


২. ইমাম বায়হাক্বী : প্রাগুক্ত, খ. ১, পৃ. ১৯৫; ইমাম বুখারী : প্রাগুক্ত, কিতাবিল মানাকিব-বাবু সিফাতিন নবী (ﷺ) , ফতহুল বারী : খ. ৬, পৃ. ৫৬৫; ইমাম তিরমিযী : শামায়েল (বঙ্গানুবাদ : মাওলানা মতিউর রহমান), পৃ. ১৬।


৩. ইমাম বায়হাক্বী : প্রাগুক্ত , খ. ১, পৃ. ১৯৫।

_________________

কিতাবঃ হৃদয়ের আয়নায় নবী করীম (ﷺ)

লেখকঃ ড. মোহাম্মদ আবদুল হালিম

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন