নবী করীম (ﷺ) এর রং মােবারক


নবী করীম রউফুর রহীম (ﷺ) এর শরীর মােবারকের রং কি ধরনের ছিল তার তুলনা বিরল, এর পরেও তাঁর নক্ষত্র তুল্য সাহাবীগণ (রা.) যে বর্ণনা দিয়েছেন তার মাধ্যমে আমরা তাঁকে স্মরণ করতে পারি।


◼ আল্লাহর রাসূলের খাদেম হযরত আনাস (রা.)-এর মুখে তাঁর রং মােবারকের বর্ণনা শুনি- তিনি বলেন,


নবী করীম (ﷺ) নয় লম্বা নয় বেটে বরং মধ্যম গড়নের ছিলেন। উজ্জ্বল মনােহর বর্ণের যা অস্বাভাবিক সাদার মধ্যে লালচে ধরনের। শুধু সাদাও না তামাটে বর্ণেরও নয়। তাঁর চুল মােবারক কোঁকড়ানাে পরিপাটি করানাে নয় আবার ঝুলড় ও নয় বরং উভয়ের মাঝামাঝি ধরনের। ১৬


১৬. ইমাম বায়হাক্বী : প্রাগুক্ত, খ, ১, পৃ. ২০১; ইমাম বুখারী : প্রাগুক্ত, কিতাবুল মানাকিব, বাবু সিফাতিন নবী; ফতহুল বারী : খ. ৬, পৃ. ৫৬৪; ইমাম মুসলিম : প্রাগুক্ত, কিতাবুল ফাদ্বায়িল, বাবু সিফাতিন নবী।



◼ জোরাইরী (রহ.) বলেন, ১৭



قال كنت أنا وابو الطفيل نطوف البيت ، فقال أبو الطفيل : ما بقي أحد رأى رسول اللّٰه صلى اللّٰه عليه وسلم غيري ، قال : قلت وما كانت صفته؟ قال : كان ابيض مليحا مقصدا


আমি এবং হযরত আবূত্ব ত্বোফাইল (রা.) বায়তু্ল্লাহ্ তাওয়াফ করতেছিলাম, আবূত্ব তত্বাফাইল (রা.) বলেন, আমি ছাড়া রাসূলকে দেখেছে এমন কেউ অবশিষ্ট নেই, রাবী বলেন, আমি বললাম আপনি কি তাঁকে দেখেছেন, তিনি (রা.) বললেন, হ্যাঁ, আমি বললাম তাঁর কিছু বর্ণনা করন, তিনি বলেন, তিনি (ﷺ) ছিলেন, লাবন্যময় সাদা। তিনি ছিলেন নয় মােটা নয় লম্বা বরং মধ্যম গড়নের।



◼ হযরত মুহাম্মদ ইবনে ‘আলী (ক.) থেকে বর্ণিত তিনি তাঁর পিতা হযরত আলী (ক.) থেকে বর্ণনা করেন,


كان رسول اللّٰه صلى اللّٰه عليه وسلم ازهر اللون -


নবী করীম (ﷺ) ছিলেন উজ্জ্বল মনােহর বর্ণের।


হযরত মুহাররিশ আল-কাবী (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, নবী করীম (ﷺ) জি'ইরিনা থেকে ‘উমরার জন্য ইহরাম পরিধান করলেন আমি তাঁর (ﷺ) পিঠের দিকে তাকালাম, ইহা যেন রৌপ্যের পিন্ড। ১৮



১৭. ইমাম বায়হাক্বী : প্রাগুক্ত, খ. ১, পৃ. ২০৪; ইমাম মুসলিম : প্রাগুক্ত, কিতাবুল ফাদ্বায়িল, হাদীস নং ৯৮/২৩৪০; ইমাম বুখারী : কিতাবুল মুফরাদ, হাদীস নং ৭৯০।


১৮, ইমাম নাসাঈ : আস-সুনান, কিতাবুল হজ্জ, বাবু দুখুলি মক্কা; ইমাম আহমদ : আল-মুসনাদ, খ, ৩, পৃ. ৪২৬।




◼ হযরত আবু হুরায়রা (রা.) বলেন, ১৯


ما رأيت شيئا احسن من النبي صلى اللّٰه عليه وسلم ، كأن الشمس تجرى في وجهه ، و ما رأيت احد أسرع في مشية منه ، كأن الارض تطوى له ، إنا لنجتهد ، وانه غير مكثرت.


আমি নবী করীম (ﷺ) এর চেয়ে সুন্দর অন্য কিছু দেখিনি। যেন তাঁর চেহরা মােবারকে সূর্য চলছে। আমি তাঁর চেয়ে অধিক দ্রতগামী অপর কাউকে দেখিনি, পৃথিবী যেন তাঁর জন্য সংকোচিত, নিশ্চয় আমরা চেষ্টা করি, তিনি এ বিষয়ে অনাগ্রহী।


_________________

কিতাবঃ হৃদয়ের আয়নায় নবী করীম (ﷺ)

লেখকঃ ড. মোহাম্মদ আবদুল হালিম

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন