নবী করীম (ﷺ) এর চেহরা মােবারক চন্দ্রের মত গােলাকৃতি


◼ হযরত জাবির ইবনে সামুরা (রা.) বলেন, একদা পূর্ণিমার রাত্রে নবী করীম (ﷺ) লাল রঙের চাদর আবৃত করে শুয়েছিলেন। আমি একবার চন্দ্রের প্রতি তাকাই আরেকবার তাঁর চেহরা মােবারকের দিকে তাকাই, শেষ পর্যন্ত আমার মনে হয়েছে, নবী করীম সালালাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্র অপেক্ষা সুন্দর। ১৪


◼ ‘আল্লামা কুরতবী (রহ.) বলেন,


لم يظهر لنا تمام حسنه صلى اللّٰه عليه وسلم لانه لو ظهر لنا تمام حسنه لما اطاقت اعيننا رؤيته صلى اللّٰه عليه وسلم ،


নবী করীম (ﷺ) এর পূর্ণরূপ ও সৌন্দর্য আমাদের কাছে প্রকাশ করা হয়নি। যদি তাঁর পূর্ণরূপ ও সৌন্দর্য প্রকাশ করা হতাে, তাহলে আমাদের চক্ষু তাঁকে দেখতে সক্ষম হতাে না। ১৫



১৪. ইমাম তিরমিযী : কিতাবুল আদাব, বাবু মা জাআ ফীর রােখসাতে।


১৫. ‘আল্লামা যারক্বানী : প্রাগুক্ত, খ. ৪, পৃ. ৭১; ইমাম তিরমিযী : শামায়েল (বঙ্গানুবাদ : মাওলানা মতিউর রহমান), পৃ. ৫।


_________________

কিতাবঃ হৃদয়ের আয়নায় নবী করীম (ﷺ)

লেখকঃ ড. মোহাম্মদ আবদুল হালিম

 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]


Post a Comment

নবীনতর পূর্বতন