টাই বাঁধার বর্ণনা

 

মাসআলাঃ টাই এক সময় খৃষ্টানের নিদর্শন ছিল, সে সময় উহার হুকুমও কঠোর ছিল। এখন খৃষ্টান ছাড়া অন্যরাও অনেক ব্যবহার করে, নামায, রোযার পাবন্দ লোকেরাও ব্যবহার করে এখন উহার হুকুম হালকা হওয়া উচিত, যুগের পরিবর্তনের দরুণ হুকুমও পরিবর্তন হয়ে যায়, অতএব, উহা মাকরূহ সহকারে জায়েয, মাকরূহ কঠোর নয় বরং হালকা। যে স্থানে উহার ব্যবহার ব্যাপক হয়ে যায়- ঐ স্থানে নিষেধের উপর জোর দেয়া যাবে না।

__________________

কিতাব : মুনীয়াতুল মুছ্লেমীন (মাসআলা-মাসায়েল) [২য় খণ্ড]

মূলঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (রহঃ)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন