ঈমান, আক্বীদা ও রূহানী ফিতনা থেকে হেফাজতের বর্ণনা


মাসআলাঃ ফিতনা-ফাসাদ হতে দূরে সরে থাকা এটি দ্বীনের অন্তর্ভূক্ত এবং আম্বিয়া আলাইহিস্সালামের সুন্নাত। যদিওবা এক বিঘত পরিমাণ হউক। যেখানে ঈমান, আক্বীদা, নির্ভেজাল রূহানিয়াত ও বুজুর্গানে দ্বীনের মূল ভিত্তির পরিপন্থী পরিলক্ষিত হবে ঐখান থেকে সঠিক ঈমান-আক্বীদার হেফাজতের লক্ষে দূরে সরে যাওয়া আবশ্যক।



আল্লাহপাক সকলের ঈমান-আক্বীদা হিফাজত করুন।



বুখারী শরীফ ১ম খণ্ডে বর্ণিত রয়েছে- অর্থাৎ- অতিসত্ত্বর মুসলমানগণের সর্বোত্তম সম্পদ ছাগল হবে, যা নিয়ে তারা পাহাড়ের চুড়ায় অথবা পাহাড়ের কল­বে গিয়ে জীবন যাপন করবে, যাতে করে সঠিক দ্বীন ঐ সময়ের ফিতনা-ফাসাদ থেকে হিফাজত থাকে।



সার্বজনীন ভাবে দ্বীনের উপকার ও লাভের দিকে খেয়াল করে সামাজিক জীবন-যাপন করা ইসলামের মধ্যে সর্বোচ্চ পছন্দনীয়। আর এটিই হচ্ছে হযরাত আন্বিয়া আলাইহিস্সালামের ত্বরিকা ও নিয়ম যাতে সংশোধিত ভাবে জীবন-কাল অতিবাহিত করতে পারে। ২৫৯


 ➥২৫৯. বুখারী শরীফ, ১ম খণ্ড।


__________________

কিতাব : মুনীয়াতুল মুছ্লেমীন (মাসআলা-মাসায়েল) [২য় খণ্ড]

মূলঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (রহঃ)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন