নবী করীম (ﷺ) এর পবিত্র গােড়ালীদ্বয় ও বরকতময় চরণ যুগল কোমল ছিল। এমন সুন্দর ছিল যার তুলনা বিরল। যখন হাঁটতেন পা মােবারক গাম্ভীর্য ও নম্রতা সহকারে তুলতেন।
◼ হযরত জাবির ইবনে সামুরা (রা.) বলেন,১০২ کان فی ساقی رسول اللّٰه صلی اللّٰه علیه وسلم حموشة নবী করীম (ﷺ) এর পবিত্র গােড়ালীদ্বয় কোমল ও সুশ্রী ছিল।
◼ হযরত আনাস (রা.) বলেন,১০৩
ولم یری مقدمًا کبتیه بین یدی جلیس له
নবী করীম (ﷺ)কে কখনই মানুষের সম্মুখে তাঁর পা দিয়ে কিংবা মানুষের দিকে পা প্রসারিত করে বসতে দেখা যায়নি।
◼ হযরত আব্দুল্লাহ ইবন বােরায়দা (রা.) বলেন,১০৪ নবী করীম (ﷺ) চরণ মােবারক সর্বাপেক্ষা সুন্দরতম ছিল।
◼ হযরত আবু হুরায়রা (রা.) বলেন,১০৫
আমি নবী করীম (ﷺ) অপেক্ষা দ্রুত চলতে কাউকে দেখিনি। যখন তিনি (ﷺ) হাঁটতেন তখন মনে হতাে যেন যমীন তাঁর জন্য সংকোচিত হয়ে যাচ্ছে। আমরা তাঁর সঙ্গে দৌড়তাম এবং দ্রুত চলতে চেষ্টা করতাম আর তিনি সহজভাবে নিয়মিত চলতেন, তারপরও তিনি সবার আগে থাকতেন।
◼ নবী করীম (ﷺ) যখন পাথরের উপর চলতেন তখন তাতে তাঁর পা মােবারকের চিহ্ন বসে যেতাে। অর্থাৎ পাথর নরম হয়ে যেতাে।১০৬
এটা হলাে এমন পা মােবারক যার আঘাতে উহুদ পর্বত স্থীর হয়ে যায়, এবং বললেন, থেমে যাও, তােমার উপর একজন নবী একজন সিদ্দিক ও দু’জন শহীদ রয়েছে। আর এটা এমন চরণ মােবারক যা কোন ধীরগামী ও দূর্বল প্রাণীর উপর পতিত হতাে তখন তা দ্রতগামীও চালাক হয়ে যেতাে।
১০২. মিশকাতুল মাছবীহ ; পৃ. ৫১৮।
১০৩. মিশকাতুল মাছবীহ : পৃ. ৫২০।
১০৪. ‘আল্লামা যারক্বানী : প্রাগুক্ত, খ, ৪, পৃ. ১৯৮।
১০৫. মিশকাতুল মাছবীহ : পৃ. ৫১৮। ১০৬. ‘আল্লামা যারক্বানী : প্রাগুক্ত, খ. ৪, পৃ. ১৯৭।
◼ হযরত আবু হুরায়রা (রা.) বলেন,১০৭ এক ব্যক্তি নবী করীম (ﷺ) এর দরবারে এসে আরয করলেন, ইয়া রাসূলুল্লাহ্! আমার এ উষ্ট্রী অত্যন্ত অলস ও ধীরগামী, তখন নবী করীম (ﷺ) তাঁর পা মােবারক দ্বারা ঠোকা দিলেন, হযরত আবু হুরায়রা (রা.) শপথ করে বলেন, ঐ উষ্ট্রী এত দ্রতগামী হয়ে যায় যে, কাউকে তার আগে যেতে দিতাে না।
◼ একবার হযরত আলী (রা.) অসুস্থ্য হয়ে যান, তখন নবী করীম (ﷺ) বলেন, হে আল্লাহ্! তাঁকে আরােগ্য দান করন এবং তাঁর পা মােবারক দিয়ে হযরত আলীকে ঠোকা দিলেন, হযরত আলী (রা.) সাথে সাথে সুস্থ্য হয়ে গেলেন।১০৮
◼ এটা এমন পদযুগল যার বরকতে মক্কা ও মদীনা মােনাওয়ারা লাভ করেছে অতিরিক্ত সম্মান। এ হলাে এমন পদযুগল যা সাহাবাগণ (রা.) চুম্বন করতেন ভক্তি ও শ্রদ্ধা সহকারে।১০৯
_________________
কিতাবঃ হৃদয়ের আয়নায় নবী করীম (ﷺ)
লেখকঃ ড. মোহাম্মদ আবদুল হালিম
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন