লাইলাতুল ক্বদরে ইবাদাতকারীর সকল গুনাহ্ মা‘ফ:
হযরত আবু হুরায়রা রাদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন: রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন,
عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه و سلم قال من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه
-‘যে ব্যক্তি পূর্ণ ঈমানের সাথে ছাওয়াব লাভের জন্য ক্বদরের রাত্রিতে ইবাদত করবে তাঁর অতীত জীবনের সকল গুনাহ্ ক্ষমা করে দেয়া হবে।’ ১৯
➥১৯ - ইমাম বুখারী, আল্-জামি‘উস্ সহীহ্, কিতাবুস্ সাওম, খন্ড: ২, পৃষ্ঠা: ৬৭২, হাদিস নং: ১৮০২)।
_____________
লাইলাতুল ক্বদর : ফযিলত ও আমল
গ্রন্থনা ও সংকলন: মুফতি মুহাম্মদ আলমগীর হোসাইন আন-নাজিরী
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন