নামাযে তাশাহুদে শুধু একবারেই আঙুল ইশারা করা

 

নামাযে তাশাহুদে শুধু একবারেই আঙুল ইশারা করাঃ- 


{সম্পাদক কর্তৃক সংযোজিত।}



❏ইমাম আবু দাউদ, ইমাম নাসাঈসহ আরও অনেকে সংকলন করেছেন-



عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُشِيرُ بِأُصْبُعِهِ إِذَا دَعَا، وَلَا يُحَرِّكُهَا



-‘‘হযরত আমের ইবনে আব্দুল্লাহ ইবনে যুবায়ের (رحمة الله) তিনি হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর (رضي الله عنه) হতে বর্ণনা করেন। তিনি বলেন, নিশ্চয় রাসূল (ﷺ) যখন (তাশাহহুদে) দোয়া করতেন তখন আঙ্গুল দ্বারা (একবার) ইশারা করতেন এবং কিন্তু তিনি আঙুল (বাড়বাড়) নাড়াতেন না।’’ ২১৭


{২১৭. ইমাম নাসাঈ, আস-সুনান, ৩/৩৭পৃ. হা/১২৭০ এবং আস-সুনানিল কোবরা, ২/৬৫পৃ. হা/১১৯৪,  ইমাম বাগভী, শরহে সুন্নাহ, ৩/১৭৮পৃ. হা/৬৭৫ }



❏আল্লামা সান‘আনী (১১৮২হি.) এই হাদিসের সনদ প্রসঙ্গে লিখেন- قال النووي: سنده صحيح. -‘‘ইমাম নববী (رحمة الله) বলেন, এই সনদটি সহীহ।’’  ২১৮


{২১৮. ইমাম নববী, খুলাছাতুল আহকাম, ১/৪২৭পৃ. হা/১৩৮৯, ইমাম সান‘আনী, তানভীর শরহুল জামেউস সগীর, ৮/৫৭৭পৃ. হা/৭০৩৮ }



আল্লামা মোল্লা আলী ক্বারী (رحمة الله)ও এমনটি উল্লেখ করেছেন। ২১৯


{২১৯. ইমাম মোল্লা আলী ক্বারী, মেরকাত, ২/৭৩৫পৃ. হা/৯১২ }



আল্লামা মানাভী (رحمة الله)ও এমনটি উল্লেখ করেছেন। ২২০


{২২০. মানাভী, ফয়যুল কাদীর, ৫/২২১পৃ. হা/৭০৫৬}



আল্লামা ইবনুল মুলাক্কীন (رحمة الله) বলেন- هَذَا الحَدِيث صَحِيح -‘‘এই হাদিসটি সহীহ।’’  ২২১


{২২১. ইবনুল মুলাক্কীন, বাদরুল মুনীর, ৪/১১পৃ.}



❏আহলে হাদিস আব্দুর রহমান মোবারকপুরী এই হাদিস উল্লেখ করে লিখেছেন-



قَالَ النَّوَوِيُّ إِسْنَادُهُ صَحِيحٌ



-‘‘ইমাম নববী (رحمة الله) বলেন, সনদটি সহীহ।’’ ২২২


{২২২. মোবারকপুরী, তুহফাতুল আহওয়াজী, ২/১৬০পৃ. হা/২৯৫}



আক্বিদা


এ হাদিস থেকে বুঝা গেল সাহাবায়ে কেরামগণ রাসূল (ﷺ) থেকে তাশাহুদে দোয়া পাঠের সময় একবার ইশারা করাই শিখেছেন, আর এটাই ইমাম আযম আবু হানিফা (رحمة الله) এর গবেষণামূলক মত। ২২৩


{২২৩. আল্লামা মোল্লা আলী ক্বারী (رحمة الله) বলেন-


قَالَ ابْنُ الْمَلَكِ: يَدُلُّ عَلَى أَنَّهُ لَا يُحَرِّكُ الْأُصْبُعَ إِذَا رَفَعَهَا لِلْإِشَارَةِ، وَعَلَيْهِ أَبُو حَنِيفَةَ


-‘‘ইমাম ইবনে মালক (رحمة الله) বলেন, হানাফী মাযহাব এই হাদিস থেকেই দলিল নিয়েছেন যে তাশাহহুদে শুধু আঙ্গুল ইশারা করবে, কিন্তু আঙ্গুল নাড়াবে না।’’ (ইমাম মোল্লা আলী ক্বারী, মেরকাত, ২/৭৩৫পৃ. হা/৯১২)।

____________________

আকাইদে সাহাবাহ

(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)

মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ

ক্বাদেরী আশরাফী (رحمة الله)

বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন