ফরজ নামাযের পর দো‘আয় মশগুল হওয়াঃ-
{সম্পাদক কর্তৃক সংযোজিত।}
❏ইমাম তাবরানী (رحمة الله)সহ আরও অনেকে সংকলন করেন-
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ الْحَسَنِ الْعَطَّارُ، قَالَ: حَدَّثَنَا أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ، قَالَ: حَدَّثَنَا الْفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي يَحْيَى، قَالَ: رَأَيْتُ عَبْدَ اللهِ بْنَ الزُّبَيْرِ وَرَأَى رَجُلًا رَافِعًا يَدَيْهِ بِدَعَوَاتٍ قَبْلَ أَنْ يَفْرُغَ مِنْ صَلَاتِهِ، فَلَمَّا فَرَغَ مِنْهَا، قَالَ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمْ يَكُنْ يَرْفَعْ يَدَيْهِ حَتَّى يَفْرُغَ مِنْ صَلَاتِهِ
-“তাবেয়ী মুহাম্মদ ইবনে আবী ইয়াহইয়া (رحمة الله) বলেন, আমি আব্দুল্লাহ ইবনে যুবায়ের (رضي الله عنه) কে দেখেছি যে, তিনি এক ব্যক্তির নামাজ থেকে বের হওয়ার পূর্বে হাত উঠিয়ে দোয়া করতে দেখেন। যখন ঐ লোক নামায থেকে বের হলেন তখন বললেন: নিশ্চয় আল্লাহর রাসূল (ﷺ) নামায থেকে বের হয়ে হাঁত তোলে দোয়া করতেন।” ২১৫
{২১৫.ইমাম তাবারানী, মু’জামুল কাবীর, ১৩/১২৯ পৃ. হাদিস/৩২৪ ও হা/১৪৯০৭; ইবনে কাসির, জামেউল মাসানিদ ওয়াস সুনান, হাদিস/৬৩৯৪; মোবারকপুরী, তুহফাতুল আহওয়াজী, ২/১০০ পৃ:; হাইছামী, মাযমাউয জাওয়াইদ, ১০/১৬৯ পৃ. হাদিস/১৭৩৪৫}
এই হাদিস সম্পর্কে ইমাম নুরুদ্দীন হাইছামী (رحمة الله) বলেন- وَرِجَالُهُ ثِقَاتٌ -“এর সকল বর্ণনাকারীগণ বিশ্বস্ত।”
(ইমাম হাইসামী, মাজমাউয-যাওয়াইদ, ১০/১৬৯পৃ. হাদিস/১৭৩৪৫)।
আক্বিদা
এ হাদিস থেকে প্রমাণ হলো যে, রাসূল (ﷺ) ফরজ নামাযের পর দু‘হাত তুলে দোয়া করেছেন এটাই সাহাবায়ে কিরামের আক্বিদা, তাই বর্তমানে যারা এ আমলের বিরোধীতা করছেন তাদের আক্বিদা ও বিশ্বাস রাসূল ও সাহাবীদের বিরোধী। ফরজে নামাযের পর দু‘আ করলে তা কবুল হওয়ার গ্যারান্টি ১০০%।
❏হযরত আবু উমামা (رضي الله عنه) হতে বর্ণিত। তিনি বলেন-
قِيلَ يَا رَسُولَ اللهِ: أَيُّ الدُّعَاءِ أَسْمَعُ؟ قَالَ: جَوْفَ اللَّيْلِ الآخِرِ، وَدُبُرَ الصَّلَوَاتِ الْمَكْتُوبَاتِ
-‘‘রাসূল (ﷺ)-এর কাছে জানতে চাওয়া হল, কোন সময়ের দু‘আ সবচেয়ে বেশি কবুল হয়? রাসূল (ﷺ) উত্তরে বলেন, রাতের শেষ অংশে (তাহাজ্জুদের সময়) এবং ফরয নামাযের পর।’’
(ইমাম তিরমিযি, আস-সুনান, ৫/৫২৬ পৃ. হা/৩৪৯৯, ইমাম নাসাঈ, আস-সুনানুল কোবরা, ৯/৪৭ পৃ. হা/৯৮৫৬)।
____________________
আকাইদে সাহাবাহ
(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)
মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ
ক্বাদেরী আশরাফী (رحمة الله)
বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন