স্ত্রীর প্রতি সন্দেহ পোষণ না করা


ইসলামের মূলই হল অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। মানুষের অধিকাংশ কার্যক্রম চলে বিশ্বাসের উপর ভিত্তি করে। ব্যবসা-বাণিজ্যতো সম্পূর্ণ বিশ্বাসের উপর নির্ভরশীল। পরস্পর পরস্পরকে বিশ্বাস না করলে যেখানে একটা সমাজ পরিচালিত হওয়া অসম্ভব সেখানে স্বামী-ন্ত্রী একে অপরকে অবিশ্বাস ও সন্দেহ পোষণ করলে একটি পরিবার কীভাবে চলবে? কোন স্বামী কোন বিষয়ে স্ত্রীকে সন্দেহ করলে স্বামী ঘরে ও বাইরে, অফিস-আদালতে কোথাও শান্তিতে থাকতে পারবে না বরং সন্দেহের অনলে সে সর্বক্ষণ জ্বলতে থাকবে এবং সর্বদা অস্থিরতায় ভোগবে। অনুরূপভাবে স্ত্রীরও উচিত স্বামীকে সন্দেহের চোখে না দেখা। এর দ্বারা পরস্পরের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা ইত্যাদি লোপ পায় এবং ধীরে ধীরে অশান্তির চরম শিখরে উন্নীত হয়। পরস্পর পরস্পর থেকে লোকচুরি করে কোন কাজ করা এবং সন্দেহ সৃষ্টি হয় এমন কাজ পরিহার করা উভয়ের উচিত। কারো প্রতি কোন বিষয়ে সন্দিহান হলে সাথে সাথে খোলা-মেলা আলোচনার মাধ্যমে দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেন- إِيَّاكُمْ وَالظَّنَّ، فَإِنَّ الظَّنَّ أَكْذَبُ الحَدِيثِ


তোমরা কারো প্রতি ধারণা করা থেকে বেঁচে থাক, কেননা, আনুমানিক ধারণা বড় মিথ্যা। ১৮০


১৮০.বুখারী ও মুসলিম, সূত্র. মিশকাত; পৃ. ৪২৭



স্বামী-স্ত্রী কেউ কারো কোন ত্রুটি দেখলে যাচাই-বাছাই না করে কোন ধরনের মন্তব্য করা অনুচিত। বরং ধীর-স্থীরভাবে নিশ্চিত জ্ঞান লাভ করে মীমাংসার মানসিকতা নিয়ে ঠাণ্ডা মাথায় আলোচনা করা উচিত। নবী করিম (ﷺ) ইরশাদ করেন-


 الأَنَاةُ مِنَ اللَّهِ وَالعَجَلَةُ مِنَ الشَّيْطَانِ


কোন কাজে ধীরস্থিরতা অবলম্বন করা আল্লাহর পক্ষ থেকে হয়, পক্ষান্তরে তাড়াহুড়া শয়তানের পক্ষ থেকে হয়।১৮১


১৮১.ইমাম আবু ঈসা তিযমিযী র (২৭৯হি.), তিরমিযী, সূত্র. মিশকাত; পৃ. ৪২৯)



___________

কিতাব: নন্দিত নারী

লেখক: হাফেজ মাওলানা মুহাম্মদ ওসমান গণি

আরবি প্রভাষক, জামেয়া আহমাদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, ষোলশহর, চট্টগ্রাম।

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan

 

Post a Comment

নবীনতর পূর্বতন