কুরআনের আলোকে পীর ধরার পরোক্ষ দলিল
১. আসহাবে কাহ্ফের কুকুর জান্নাত লাভ করবে। কারণ ঐ কুকুর আল্লাহর বিশেষ ওলীদের সঙ্গী হয়েছিল।
২. আল্লাহ্ তা‘আলা মূসা আলাইহিস্ সালামকে বিশেষ জ্ঞান অর্জনের জন্য আল্লাহর বিশেষ অলী খিজির আলাইহিস্ সালাম এর নিকট পাঠিয়েছিলেন। যখন খোদায়ী নির্দেশে বিশেষ জ্ঞান অর্জনের জন্য একজন উলুলুল আ‘যম পয়গাম্বরকে অলীর দারস্থ হতে হয়েছে, তখন অবশ্যই এই জ্ঞান অর্জনের জন্য আমাদেরও একজন অলী বা পীরে কামেলের কাছে যেতে হবে। তাঁদের মাধ্যম ব্যতিত বিশেষ জ্ঞান তথায় মা‘রিফাতের জ্ঞান অর্জন কোন দিনই সম্ভব না।
৩. খিজির আলাইহিস্ সালাম এর এলাকা চিনতে ও তাঁর পরিচয় লাভের জন্য আল্লাহ্ মূসা আলাইহিস্ সালামকে ভাজা মাছ সহকারে সেথায় যাওয়ার আদেশ করেন। কারণ ভাজা মাছ খিজির আলাইহিস্ সালাম এর পরিবেশে গিয়ে প্রাণ লাভ করে। তাই আমাদের মুর্দা দিলকে জিন্দা করার জন্য একজন কামেল অলীর সোহবত অপরিহার্য।
৪. পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা এরশাদ করেন,
هُنُالَكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ، قَالَ رّبِّ هَبْ لِىْ مِنْ لَّدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيْعُ الدُّعَاءِ-
অর্থ : সেখানেই যাকারিয়া আলাইহিস্ সালাম তাঁর প্রতিপালকের নিকট প্রার্থনা করে বলল, হে আমার প্রতিপালক! আমাকে সৎ বংশধর দান কর। ৪৬
➥৪৬. আল কুরআন : সূরা আলে ইমরান, ৩:৩৮।
নোট : হযরত যাকারিয়া আলাইহিস্ সালাম নিজে নবী হয়ে সারা জীবন কেঁদেও যখন সন্তান লাভে ব্যর্থ হলেন, তখন (বৃদ্ধ বয়সে) মরিয়ম আলাইহাস্ সালাম এর মর্যাদা (হুজরায় জান্নাতী ফল) দেখে মরিয়মের চৌকাটে দাঁড়িয়ে আল্লাহর দরবারে সন্তান চেয়ে সফল হলেন। পীর এবং উসিলার প্রয়োজনীয়তা এ দ্বারাও প্রমাণিত।
৫. পবিত্র কুরআনে আল্লাহ তা‘আলা এরশাদ করেন,
فَتَلَقَّىَ أَدَمُ مِنْ رَّبِّهِ، كَلِمَتٍ فَتَابَ عَلَيْهِ إِنَّهُ، هُوَ التَّوَّابُ الرَّحِيْمُ-
অর্থ : আদম তার প্রতিপালক হইতে কিছু বাণী প্রাপ্ত হলো। ৪৭
➥৪৭. আল কুরআন : সূরা আল-বাকারা, ২:৩৭।
নোট:
(১) আদম আলাইহিস্ সালাম মহান প্রভূর শিখানো কালাম পাঠ করার পরও ৩৪০ বৎসর পর্যন্ত দোয়া কবুল না হওয়ায় হুযুর (ﷺ) এর উসিলা দিয়ে দোয়া করলে তা কবুল হয়। অবশ্য ঐ কালামের বরকতেই উসিলা গ্রহণের ধারণা ও প্রেরণা তাঁর অন্তরে জাগে।
(২) কুরআনের আলোচ্য বর্ণনাসমূহ হলো উসিলা অবলম্বনের দলিল। আমাদের জন্য আল্লাহর সন্তুষ্টি ও পরিচয় লাভের উসিলা বা মাধ্যম হলেন কামেল মুর্শিদ।
_________________
কুরআন-হাদীসের আলোকে তরীকার প্রয়োজনীয়তা
গ্রন্থনা ও সংকলনেঃ
ব্রিগেডিয়ার জেনারেল খুরশীদ আলম (অবঃ)
🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan]
একটি মন্তব্য পোস্ট করুন