হযরত আনাস (رضي الله عنه)-এর জন্য দোয়াঃ-র

 

সায়্যিদাতুনা উম্মু সুলাইম রাদ্বিয়াল্লাহু ‘আনহার আক্বিদা


হযরত আনাস (رضي الله عنه)-এর জন্য দোয়াঃ-

❏হযরত উম্মু সুলাইম (رضي الله عنه) নাবী কারীম (ﷺ)-এর দরবারে হাযির হয়ে আরয করলেন, হে রাসূল (ﷺ),



خَادِمُكَ أَنَسٌ، ادْعُ اللهَ لَهُ



-‘‘আনাস (رضي الله عنه) আপনার খাদিম, তার জন্য দো‘আ করুন।’’ রাসূল (ﷺ) দোয়া করে বললেন:



اللهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ، وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ



-“হে আল্লাহ, তাকে অধিক সম্পদ ও একাধিক সন্তান দান কর। তাকে যা কিছু দান করবেন, তাতে বারকাত দান করুন।” ৩২৭


{৩২৭.সহীহ মুসলিম শরীফ, ৪/১৯২৮ পৃ. হা/২৪৮০, হযরত আনাস (رضي الله عنه)-এর ফযিলত অধ্যায়, ইমাম আহমদ, আল-মুসনাদ, ২০/৩১৫ পৃ. হা/১৩০১৩, ইমাম বায়হাক্বী, আস-সুনানুল কোবরা, ৩/৭৬ পৃ. হা/৪৯২৬, সুনানে তিরমিযি, ৬/১৬১ পৃ. হা/৩৮২৯, মুসনাদে আবি ই‘য়ালা, ৫/৪৬৯ পৃ. হা/৩২০০, ১৪/১৫ পৃ. হা/৭৪০৪, ইমাম বুখারী, আদাবুল মুফরাদ, হা/৮৮, সহীহ বুখারী, ৮/৭৩ পৃ. হা/৬৩৩৪, সহীহ ইবনে হিব্বান, হা/৭১৭৭, ইমাম তাবরানী, মু‘জামুল কাবীর, ১/২৪৮ পৃ. হা/৭১০, ইমাম আহমদ, ফাযায়েলুস সাহাবা, ২/৮৪৭ পৃ. হা/১৫৬৪, মুসান্নাফে ইবনে আবি শায়বাহ, ৭/১৭৬ পৃ. হা/৩৫১১১, ১৪/১৮৮ পৃ.}



আক্বিদা


সাহাবায়ে কিরাম (رضي الله عنه) নিজেদের বাচ্চাদেরকে নাবী কারীম (ﷺ)-এর দরবারে নিয়ে যেতেন এবং দোয়া চাইতেন। রাসূল (ﷺ)-এর দোয়ার বারকতে হযরত আনাস (رضي الله عنه)-এর সন্তানের সংখ্যা একশ বিশ জন হয়েছিল। তাঁর বাগানের ফল গাছগুলো বছরে দুবার ফল দিত। বাগানের ফুল থেকে মিশকের সুগন্ধি বের হত।



❏কবি বলেন-



منگتے  خالى ہاتہ  نہ لوٹيں كتنى ملى خيرات نہ  پو پهو


ان كا كرم بں  ان كا كرم  ہے ان كے كرم كى بات نہ  پوحپہو



-‘প্রার্থনাকারী খালি হাতে ফিরে না, খয়রাত (দান) কতটুকু মিললো জানতে চেয়েও না,


তাঁর দয়া তো তাঁরই দয়া, তাঁর দয়া কতটুকু তা জানতে চেয়েও না।’

____________________

আকাইদে সাহাবাহ

(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)

মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ

ক্বাদেরী আশরাফী (رحمة الله)

বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন