পাহাড়ের উপর শাসন এবং রাসূল (ﷺ)’র ইলম-
সায়্যিদুনা হযরত আবূ হুরায়রা (رضي الله عنه) বলেন, রাসূল (ﷺ) যখন হেরা গুহায় ছিলেন, তা দুলতে লাগল, তখন রাসূল (ﷺ) ইরশাদ করেন-
اسْكُنْ حِرَاءُ فَمَا عَلَيْكَ إِلَّا نَبِيٌّ، أَوْ صِدِّيقٌ، أَوْ شَهِيدٌ
-‘‘হে পাহাড় স্থির হও, তোমার উপর তো নাবী (ﷺ) অথবা সিদ্দিক অথবা শহীদ রয়েছেন।’’ ১০৩
{১০৩. সহীহ মুসলিম শরীফ, ৪/১৮৮০ পৃ. হা/২৪১৭, পরিচ্ছেদ: بَابُ مِنْ فَضَائِلِ طَلْحَةَ، وَالزُّبَيْرِ رَضِيَ اللهُ عَنْهُمَا}
আক্বিদা
নাবী পাক (ﷺ) পাহাড়ের উপর শাসন করেছেন এবং তাঁর উম্মতদের ব্যাপারে জানতেন যে, কোন কোন অবস্থায় তাদের ইন্তিকাল হবে।
দূর এবং কাছ থেকে শুনা-
সায়্যিদুনা হযরত আবূ হুরায়রা (رضي الله عنه) বলেন, আমরা রাসূল (ﷺ)’র পবিত্র খেদমতে উপস্থিত হলাম। হঠাৎ করে একটি মৃদু শব্দ শুনলাম, নাবী (ﷺ) বললেন-
أَتُدْرُونَ مَا هَذَا؟
‘তোমরা কি জান এই মৃদু শব্দ কিসের?’
তখন আমরা বললাম-
اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ
-‘আল্লাহ এবং তাঁর রাসূলই ভাল জানেন।’
রাসূল (ﷺ) বলেন-
هَذَا حَجَرٌ رُمِيَ بِهِ فِي النَّارِ مُنْذُ سَبْعِينَ خَرِيفًا، فَهُوَ يَهْوِي فِي النَّارِ الْآنَ، حَتَّى انْتَهَى إِلَى قَعْرِهَا
-‘এটি পাথরের শব্দ, যেটি আজ থেকে ৭০ বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল, এখন এটি জাহান্নামের নিচে পৌঁছেছে।’ ১০৪
{১০৪. সহীহ মুসলিম শরীফ, ৪/২১৮৪ পৃ. হা/২৮৪৪, পরিচ্ছেদ: بَابٌ فِي شِدَّةِ حَرِّ نَارِ جَهَنَّمَ وَبُعْدِ قَعْرِهَا وَمَا تَأْخُذُ مِنَ الْمُعَذَّبِينَ}
আক্বিদা
নাবি পাক (ﷺ)’র শ্রবণশক্তি এত বেশি যে, দূর-নিকট এর কোন পার্থক্য নেই। সত্তর বছর ধরে নিচে পাথর পড়ছে। এটা কত কোটি মাইল দূরে তা আন্দাজ করা যায়। হুযূর পাক (ﷺ) এই পাথর জাহান্নামের নীচে যাওয়ার ফলে সৃষ্ট আওয়াজ মাদিনা শরীফে বসে শুনেছেন। অনুরূপ রাসূল (ﷺ) তাঁর উম্মাত ও গোলামদের দরুদ ও সালাম শুনেন। তারা যেখান থেকে পড়–কনা কেন?
❏ ইমামে আহলে সুন্নাত শাহ্ আহমাদ রেযা খাঁন বেরলভী (رحمة الله) এজন্যই বলেছেন-
دور ونيزد يك كے سننے والے وه كان
كان لعل كرامت پہ لاكوں سلام
“দূর এবং নিকট থেকে শ্রবণকারী ওই কান মোবারক
মনি মুক্তাময় ওই কান মোবারকের মর্যাদার উপর লাখো সালাম।’’
____________________
আকাইদে সাহাবাহ
(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)
মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ
ক্বাদেরী আশরাফী (رحمة الله)
বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন