যিকিরের বর্ণনা


মাসআলাঃ কেবলমাত্র  الله، الله(আল্লাহ্, আল্লাহ্) যিকির করার চেয়ে لَا اِلٰـهَ اِلَّا اللهُ (লা-ইলাহা ইল্লাল্লাহ্) যিকির করা উত্তম। এমনকি هُوْ ، هُوَ ، هِـىَ (হু, হুয়া, হিয়া) থেকেও উত্তম। কেননা لَا اِلٰـهَ اِلَّا اللهُ ইহা নফী ও ইচ্বাত তথা না ও হাঁ এর সমষ্টি এবং অধিক জ্ঞান তথা ইলম ও মারেফাতের ধারক ও পরিপূর্ণতা।



জ্ঞাতব্য যে, لَا اِلٰـهَ اِلَّا اللهُ এর যিকিরের উপর অধ্যবসায়ী ও স্থায়ী হওয়া আবশ্যক।



প্রকৃতপক্ষে কালেমায়ে তাওহীদ ওজন যোগ্য নয় অর্থাৎ যা মাপা যাবেনা। কেননা প্রকৃত কালেমায়ে তাওহীদ ওজন দেয়ার অনুরূপ কোন বাটকারা (তথা সমপরিমাণ কোন বস্তু) নাই। ليس كمثله شئ অর্থাৎ কোন কিছুই তাঁর অনুরূপ নয়। ২৫৪


 ➥২৫৪. সূরা আশ্শূরা, আয়াত-১১।



যদি তাওহীদে রস্মী তথা প্রথা উদ্দেশ্য হয় তাহলে এটি ওজনযোগ্য হবে, এ জন্যই যে ইহার জিদ্ তথা বিপরীত পাওয়া যায়।  ২৫৫


 ➥২৫৫. তাফসীরে ফুয়ুজুর রহমান, পারা-২৬, পৃষ্ঠা-১৪৪-১৪৫।

__________________

কিতাব : মুনীয়াতুল মুছ্লেমীন (মাসআলা-মাসায়েল) [২য় খণ্ড]

মূলঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (রহঃ)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন