তারকাসমূহের সংখ্যা বরাবর নেকি

 

তারকাসমূহের সংখ্যা বরাবর নেকিঃ-


সায়্যিদুতুনা আয়িশা (رضي الله عنه) বলেন, এক চাঁদনি রাতে রাসূলে আকরাম (ﷺ) আমার কোলে আরাম করছিলেন আমি আরয করলাম,



هَلْ يَكُونُ لِأَحَدٍ مِنَ الْحَسَنَاتِ عَدَدُ نُجُومِ السَّمَاءِ؟ قَالَ: نَعَمْ عُمَرُ . قُلْتُ: فَأَيْنَ حَسَنَاتُ أَبِي بَكْرٍ؟ قَالَ: إِنَّمَا جَمِيعُ حَسَنَاتِ عُمَرَ كَحَسَنَةٍ وَاحِدَةٍ مِنْ حَسَنَاتِ أَبِي بَكْرٍ



-‘আসমানের তারকাসমূহের সংখ্যা বরাবর কারো নেকি আছে? রাসূল (ﷺ) বললেন, হ্যাঁ, উমর (رضي الله عنه)-এর নেকী। পুনরায় আমি আরয করলাম, হযরত আবু বকর (رضي الله عنه)-এর নেকী কোথায়? রাসূল (ﷺ) বললেন, ওমর (رضي الله عنه)-এর সমস্ত নেকী হযরত আবূ বকর (رضي الله عنه)-এর নেকীসমূহের মধ্যে একটি নেকীর সমান।’ ৩০৮


{৩০৮. খতিব তিবরিযি, মিশকাত শরীফ, ৩/১৭১১ পৃ. হা/৬০৬৮, (ভারতীয় ছাপা, পৃ. ৫৬০) এ হাদিসের গ্রহণযোগ্যতা সম্পর্কে বিস্তারিত জানতে আমার লিখিত ‘প্রমাণিত হাদিসকে জাল বানানোর স্বরূপ উন্মোচন’ তৃতীয় খণ্ড দেখুন। }



আক্বিদা


নাবী পাক (ﷺ) তাঁর প্রত্যেক উম্মতের নেকি সম্পর্কে জানেন এবং আসমানের তারকারাজির সংখ্যা সম্পর্কেও জানেন। কেননা হযরত আয়িশা (رضي الله عنه)-এর প্রশ্নের উত্তর দানের জন্য আবশ্যক যে আসমানের তারকারাজির সংখ্যা সম্পর্কে জানা এবং যাঁর নাম নেয়া হয়েছে তাঁর নেকি সম্পর্কেও জানা।


এ থেকে বুঝা গেল যে, রাসূল (ﷺ) এর নিকট কোন কিছুই গোপন নয় আর রাসূল (ﷺ)-এর ইরশাদ মুবারকও হচ্ছে-



فَتَجَلَّى لِي كُلُّ شَيْءٍ وَعَرَفْتُ



-‘আমার নিকট প্রত্যেক বস্তু প্রকাশিত হয়েছে এবং আমি সবকিছুকে চিনি।’ ৩০৯


{৩০৯.খতিব তিবরিযি, মিশকাত শরীফ, ১/২৩২ পৃ. হা/৭৪৮, ইমাম আহমদ, আল-মুসনাদ, ৩৬/৪২৪ পৃ. হা/২২১০৯, ইমাম খুজায়মা, কিতাবুত-তাওহীদ, ২/৫৩৮ পৃ. হা/৫৭, ইমাম তাবরানী, মু‘জামুল কাবীর, ২০/১০৯ পৃ. হা/২১৬ এবং কিতাবুদ দোয়া, ১/৪১৮ পৃ. হা/১৪১৪, ইমাম সুয়ূতি, তাফসীরে দুররে মানসুর, ৩য় খণ্ড, পৃ. ২৪, মুত্তাকী হিন্দী, কানযুল উম্মাল, ১৫/৮৯৮ পৃ. হা/৪৩৫৪৫। ইমাম তিরমিযি (رحمة الله) সংকলন করে লিখেন-


هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ. سَأَلْتُ مُحَمَّدَ بْنَ إِسْمَاعِيلَ، عَنْ هَذَا الحَدِيثِ، فَقَالَ: هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ


-‘‘এই হাদিসটি হাসান, সহীহ। আমি ইমাম মুহাম্মদ বিন ইসমাঈল (বুখারী) কে এই হাদিস বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, এটি হাসান, সহীহ।’’ (ইমাম তিরমিযি, আস-সুনান, ৫/২২১পৃ. হা/৩২৩৫)।

____________________

আকাইদে সাহাবাহ

(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)

মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ

ক্বাদেরী আশরাফী (رحمة الله)

বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন