মাসআলাঃ اِضحية ও اُضحية (উদ্ হিয়্যাতুন ও ইদ্হিয়্যাতুন) হামযা এর মধ্যে পেশ ও যের সহকারে উহার বহুবচন اَضَاحى (আদ্বাহী) আসে এবং উহাকে ضحية (দ্বাহিয়্যাতুন)ও বলা হয় যার বহুবচন ضحايا (দ্বাহায়া) আসে, আর উহাকে اَضْحاةٌ (আদ্বহাতুন)ও বলা হয়। হামযাতে যবরের সাথে উহার বহুবচন اضحٰى (আদ্বহা) عيد الاضحٰى (ঈদুল আদ্বহা) শব্দটি উহা থেকে সংগৃহীত। اضحية (উদ্বহিয়্যা) মূলত ঐ সমস্ত প্রাণীকে বলা হয় যা দ্বিপ্রহরের সময় যবেহ করা হয়, অতপর এ শব্দটি এত অধিক ব্যবহার হয় যে, ঐ সমস্ত প্রাণীদের নাম হয়ে গেছে যা কোরবানীর দিন সমূহের মধ্যে যে কোন সময়ে যবেহ করা হয়।
শরীয়তের পরিভাষায় ঐ নির্দিষ্ট প্রাণী যা নৈকট্য লাভের নিয়তে বিশেষ সময়ে যবেহ করা হয়। আর চতুষ্পদ প্রাণীর মধ্য থেকে ঐ প্রাণীগুলো হল- উট, গরু, মহিষ, ভেড়া, ছাগল ইত্যাদি। আল ওয়াক্বিয়াত গ্রন্থে উল্লেখ আছে- দশ টাকা দিয়ে কোরবানীর জন্তু ক্রয় করা হাজার টাকা সাদক্বা, খায়রাত করা থেকে অধিক উত্তম। কেননা ঐ নৈকট্য যা রক্ত প্রবাহিত করে অর্জিত হয় তা সাদক্বা খায়রাত দ্বারা অর্জন করা যায়না। ১৩৭
➥১৩৭. ফিকহে হানাফী, ৩য় খণ্ড, ১৮৯ পৃষ্ঠা।
মাসআলাঃ اِضحية ও اُضحية (উদ্ হিয়্যাতুন ও ইদ্হিয়্যাতুন) হামযা এর মধ্যে পেশ ও যের সহকারে উহার বহুবচন اَضَاحى (আদ্বাহী) আসে এবং উহাকে ضحية (দ্বাহিয়্যাতুন)ও বলা হয় যার বহুবচন ضحايا (দ্বাহায়া) আসে, আর উহাকে اَضْحاةٌ (আদ্বহাতুন)ও বলা হয়। হামযাতে যবরের সাথে উহার বহুবচন اضحٰى (আদ্বহা) عيد الاضحٰى (ঈদুল আদ্বহা) শব্দটি উহা থেকে সংগৃহীত। اضحية (উদ্বহিয়্যা) মূলত ঐ সমস্ত প্রাণীকে বলা হয় যা দ্বিপ্রহরের সময় যবেহ করা হয়, অতপর এ শব্দটি এত অধিক ব্যবহার হয় যে, ঐ সমস্ত প্রাণীদের নাম হয়ে গেছে যা কোরবানীর দিন সমূহের মধ্যে যে কোন সময়ে যবেহ করা হয়।
শরীয়তের পরিভাষায় ঐ নির্দিষ্ট প্রাণী যা নৈকট্য লাভের নিয়তে বিশেষ সময়ে যবেহ করা হয়। আর চতুষ্পদ প্রাণীর মধ্য থেকে ঐ প্রাণীগুলো হল- উট, গরু, মহিষ, ভেড়া, ছাগল ইত্যাদি। আল ওয়াক্বিয়াত গ্রন্থে উল্লেখ আছে- দশ টাকা দিয়ে কোরবানীর জন্তু ক্রয় করা হাজার টাকা সাদক্বা, খায়রাত করা থেকে অধিক উত্তম। কেননা ঐ নৈকট্য যা রক্ত প্রবাহিত করে অর্জিত হয় তা সাদক্বা খায়রাত দ্বারা অর্জন করা যায়না। ১৩৭
➥১৩৭. ফিকহে হানাফী, ৩য় খণ্ড, ১৮৯ পৃষ্ঠা।
__________________
কিতাব : মুনীয়াতুল মুছ্লেমীন (মাসআলা-মাসায়েল) [২য় খণ্ড]
মূলঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (রহঃ)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন