মুরব্বীদেরকে তাঁদের পা ছুঁয়ে সালাম করা যাবে?

 


 প্রশ্নকারী : মারয়ামুন নিসা নুসরাত

বেতাগী আস্তানা শরীফ, রাঙ্গুনীয়া, চট্টগ্রাম

প্রশ্ন : আমাদের সমাজে প্রচলিত আছে যে, বড়দের বিশেষ করে মুরব্বীদেরকে তাঁদের পা ছুঁয়ে সালাম করতে হয়। কিন্তু অনেক মৌলভীর কাছ থেকে শুনেছি যে, পা ছুঁয়ে সালাম করা যাবে না। এটি না করলে কি গুনাহ হবে। কিভাবে সালাম করতে হবে। কোরআন সুন্নাহর আলােকে বিস্তারিত জানালে উপকৃত হব।


উত্তর : মাতা-পিতা, শিক্ষক-শিক্ষিকা, পীর - মুর্শিদ ও ন্যায়পরায়ন বাদশাহ প্রমুখের হাত-পা চুম্বন করা বা নিজের হাতে তাঁদের হাত-পা স্পর্শ করে ঐ হাত চুম্বন করা ইত্যাদি জায়েয ও পুণ্যময়। ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি আদাবুল মুফরাদ, আবু দাউদ ও বায়হাকী রহমাতুল্লাহি আলাইহি হযরত যারিঈ ইবনে আমীর রদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণনা করেন যে, অর্থাৎ আমরা যখন প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম'র দরবারে যেতাম, আমরা আমাদের সওয়ারী হতে তাড়াহুড়াে করে নেমে পড়তাম এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাত ও পা (মােবারক) চুম্বন করতাম।

সুতরাং, মুরব্বীদের কারাে সাথে সাক্ষাৎ হলে প্রথমে 'আস্ সালামু আলাইকুম বলে সালাম জানাবে পরে তাঁর হাত পা চুম্বন করবে অথবা হাত দিয়ে পা ছুঁয়ে ঐ হাত চুম্বন করবে। উল্লেখ্য যে, এটা আদব-মুহাব্বত, সম্মান ও শ্রদ্ধা প্রদর্শনের বহিঃপ্রকাশ।

(মেশকাত শরীফ, উমদাতুল কারী শরহে সহীহ বুখারী কৃত: ইমাম বদরুদ্দীন আইনী রহমাতুল্লাহি আলাইহি এবং আ'লা হযরত ইমাম আহমদ রেযা ব্রেলভী রহমাতুল্লাহি আলাইহি কর্তৃক কৃত: ফাতওয়ায়ে রেজভিয়্যাহ ১০ম খণ্ড)।

_______________

(যুগ জিজ্ঞাসা,পৃষ্ঠা - ২৭, কৃত: অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান)

Post a Comment

নবীনতর পূর্বতন