কবরের আযাবের আওয়ায শ্রবণ করা

 

সায়্যিদুনা আবূ আইয়ুব আনসারী (رضي الله عنه)'র আক্বিদা


কবরের আযাবের আওয়ায শ্রবণ করা:


সায়্যিদুনা আবূ আইয়ুব (رضي الله عنه) বর্ণনা করেন, সূর্য অস্তমিত হচ্ছিল, তখন রাসূল (ﷺ) বের হলেন এবং কিছু শব্দ শুনার পর ইরশাদ করলেন-



يَهُودُ تُعَذَّبُ فِي قُبُورِهَا



-‘‘ইয়াহুদিদের কবরে আযাব হচ্ছে।’’  ২৩৮


{২৩৮. সহীহ বুখারী, ২/৯৯ পৃ. হা/১৩৭৫, সহীহ মুসলিম, ৪/২২০০পৃ. হা/২৮৬৯, খতিব তিবরিযি, মিশকাত শরীফ, ৩/১৬৫৫ পৃ. হা/৫৮৯৯, পরিচ্ছেদ: بَاب فِي المعجزات}



আক্বিদা 


কবরের মধ্যে আযাবের যে শব্দ হচ্ছে তা নাবী কারিম (ﷺ) শুনেছেন। বরং রাসূল (ﷺ)’র এই ক্ষমতাও রয়েছে যে, তিনি যদি চান তবে অপরকেও আওয়ায শুনাতে পারেন। এটাও জানেন যে, কবরের মধ্যে কি মুসলমান রয়েছে নাকি ইয়াহুদী।

____________________

আকাইদে সাহাবাহ

(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)

মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ

ক্বাদেরী আশরাফী (رحمة الله)

বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন