আউলিয়ায়ে কেরামদের তোফায়েলে পৃথিবী স্থায়ী থাকা


সুপ্রসিদ্ধ ধর্মীয় গ্রন্থ ‘ফতুহাতে মক্কীয়া’র মধ্যে বর্ণিত রয়েছে যে, প্রতিটি দেশ, শহর কিংবা গ্রাম তথা অঞ্চলে কোন একজন আল্লাহর অলি হওয়া আবশ্যক। যাদের বদৌলতে আল্লাহ্ তা’আলা উক্ত দেশ, শহর, কিংবা গ্রাম হেফাজত ও নিরাপদ রাখেন। তথাকার বাসিন্দা মুমিন হোক অথবা কাফির হোক। ২৫৮


 ➥২৫৮. তাফসীরে রুহুল বায়ান, সূরা ফাতির, আয়াত-৪১, পারা-২২, পৃঃ ৫৪৯।



হযরত নূহ (আ:)’র সন্তানগণের নাম



মাসআলাঃ হযরত নূহ (عليه السلام)’র সাহেবজাদা হচ্ছে- তিন জন। তারা হলেন- (১) সাম (২) হাম (৩) এয়াফস। এই তিন জনের মধ্যেই তার সাতটি রাজ্য বন্টন করেন।



সামকে হেজাজ, ইয়ামন এবং শাম শহর কন্টন করেন। এ জন্যই তাকে আবুল আরব বলা হয়।



ইহামকে- সুদান তথা আফ্রিকা শহর দান করে। এজন্যই তাকে আবুস্ সুদান বলা হয়।



এয়াফস্কে পূর্বাঞ্চল তথা এশিয়া শহর দান করেন। এজন্য তাকে আবুর্তুক বলা হয়।

__________________

কিতাব : মুনীয়াতুল মুছ্লেমীন (মাসআলা-মাসায়েল) [২য় খণ্ড]

মূলঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (রহঃ)

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন