রাসূলে মুখতার (ﷺ)

 

সায়্যিদুনা আবূ সা‘ঈদ খুদরি (رضي الله عنه)'র আক্বিদা



রাসূলে মুখতার (ﷺ)ঃ-



❏হযরত সায়্যিদুনা আবূ সা‘ঈদ খুদরি (رضي الله عنه) বলেন, রাসূল (ﷺ) মিম্বার আলোকিত করে তাশরিফ নিয়ে বলেন-



عَبْدٍ خَيَّرَهُ اللَّهُ بَيْنَ أَنْ يُؤْتِيَهُ مِنْ زَهْرَةِ الدُّنْيَا، وَبَيْنَ مَا عِنْدَهُ



আল্লাহ তা‘আলা তাঁর এক প্রিয় বান্দাকে এই স্বাধীনতা দিয়েছেন যে, তিনি দুনিয়ার সমস্ত নি‘আমাত নিয়ে নেবেন বা তা আল্লাহর কাছে থাকবে। আল্লাহর সে প্রিয় বান্দা আল্লাহর কাছে থাকাটাই পছন্দ করেছেন।


এটি শুনে সায়্যিদুনা সিদ্দিকে আকবর (رضي الله عنه) তীব্র বেগে কেঁদে বললেন যে, হে রাসূল (ﷺ)! আপনার কদমে আমার মা-বাপ কুরবান হোক। হযরত আবূ সাঈদ (رضي الله عنه) বলেন, আল্লাহ তা‘আলা তাঁর যে প্রিয় বান্দাকে ইখতিয়ার দিয়েছেন তিনি রাসূলে পাক (ﷺ)। আবূ সা‘ঈদ খুদরি (رضي الله عنه) আরো বলেন যে,



وَكَانَ أَبُو بَكْرٍ هُوَ أَعْلَمَنَا بِهِ



-‘হযরত আবু বকর (رضي الله عنه) আমাদের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী।’  ২০০


{২০০.সহীহ মুসলিম শরীফ, ১/৩৯০ পৃ., হা/৫৫৩, হযরত আবু বকর (রা.)’র ফযিলত অধ্যায়, পরিচ্ছেদ: باب البزاق في المسجد خطيئة, খতিব তিবরিযি, মিশকাত, ১/২২২ পৃ. হা/৭০৯, সুনানে তিরমিযি, ৬/৪৯ পৃ. হা/৩৬৬০, ইমাম বাগভী, শরহে সুন্নাহ, ১৪/৩৮ পৃ. হা/৩৮২১}



আক্বীদা


নাবী পাক (ﷺ) মুখতার নাবী। যে মহান স্বত্ত¡াকে হায়াত-মাউতের ইখতিয়ার দেয়া হয়েছে, তাঁর ইখতিয়ার থেকে কোন বস্তু বহির্ভূত? (কোন বস্তুই বহির্গত নয়)।

____________________

আকাইদে সাহাবাহ

(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)

মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ

ক্বাদেরী আশরাফী (رحمة الله)

বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন