মাসআলাঃ রাসূল (ﷺ) মহিলাদের সাথে মুসাফাহা করতেন না। উসায়মা বিনতে রক্বীক্বা বলেন- আমি আরজ করলাম- হে আল্লাহর রাসূল! আপনি কেন আমাদের সাথে মুসাফাহা করেন না? উত্তরে হুজুর (ﷺ) ইরশাদ করেছেন- আমি মহিলাদের সাথে মুসাফাহা করিনা। আমি এক মহিলার সাথে কথা বলা শত মহিলার সাথে কথা বলার সমান। ২৪২
➥২৪২. মসনদে ইমাম আহমদ, ৩৫০ পৃষ্ঠা।
__________________
কিতাব : মুনীয়াতুল মুছ্লেমীন (মাসআলা-মাসায়েল) [২য় খণ্ড]
মূলঃ মুহাম্মদ আজিজুল হক আল্-কাদেরী (রহঃ)
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন