সায়্যিদুনা ‘আব্দুল্লাহ বিন মালিক বিন বুহাইনা রাদ্বিয়াল্লাহু আনহুর আক্বিদা
নুরানি বগল মুবারকঃ-
❏সায়্যিদুনা আবদুল্লাহ বিন মালিক বিন বুহাইনা (رضي الله عنه) বলেন-
أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا صَلَّى فَرَّجَ بَيْنَ يَدَيْهِ حَتَّى يَبْدُوَ بَيَاضُ إِبْطَيْهِ
রাসূল (ﷺ) যে কোন সময় পড়তেন, তখন তাঁর হাত মুবারক এমনভাবে প্রশস্ত করতেন যে, তাঁর মুবারক বগলের শুভ্রতা দৃষ্টিগোচর হত। ২৮৮
{২৮৮. সহীহ মুসলিম শরীফ, ১/৩৫৬ পৃ. হা/৪৯৫, ইমাম বুখারী, আস-সহীহ, ১/৮৭ হা/৩৯০ এবং ১/১৬১ পৃ. হা/৮০৭, ইমাম ইবনে খুজাইমা, আস-সহীহ, ১/৩২৬ পৃ., হা/৬৪৮}
আক্বিদা
বগল শুভ্র হয় না, কালো হয়; কিন্তু হুযূর পুর নূর (ﷺ)-এর বগল মুবারক কালো ছিল না বরং সাদা ছিল এ জন্যই শুভ্রতা পরিলক্ষিত হয়।
____________________
আকাইদে সাহাবাহ
(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)
মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ
ক্বাদেরী আশরাফী (رحمة الله)
বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন