সায়্যিদুনা আবদুল্লাহ বিন আমর বিন আস (رضي الله عنه)'র আক্বিদা
মূর্খ ইমাম'-
হযরত আবদুল্লাহ বিন আমর বিন আস (رضي الله عنه) বর্ণনা করেন যে, রাসূল (ﷺ) ইরশাদ করেন, আল্লাহ তা‘আলা বান্দাদের বক্ষ থেকে ইল্ম বের করবেন না, কিন্তু আলিমদেরকে উঠিয়ে নেয়ার মাধ্যমে ইল্ম উঠিয়ে নেবেন।
حَتَّى إِذَا لَمْ يُبْقِ عَالِمًا اتَّخَذَ النَّاسُ رُءُوسًا جُهَّالًا، فَسُئِلُوا فَأَفْتَوْا بِغَيْرِ عِلْمٍ، فَضَلُّوا وَأَضَلُّوا
-‘‘শেষ পর্যন্ত যখন কোন আলিম জীবিত থাকবে না, তখন মানুষ মূূর্খদেরকে নিজেদের সর্দার বানাবে। তাদের কাছে কোন কিছু জানতে চাইলে কোন কিছু না জেনে উত্তর দেবে, তারা নিজেরা ভ্রষ্ট হবে এবং মানুষদেরকেও পথভ্রষ্ট করবে।’’ ২৪০
{২৪০. সহীহ বুখারী শরীফ, ১/৩১পৃ. হা/১০০, পরিচ্ছেদ: بَابٌ: كَيْفَ يُقْبَضُ العِلْمُ, ইমাম মুসলিম, আস-সহীহ, ৪/২০৫৮ পৃ. হা/২৬৭৩, খতিব তিবরিযি, মিশকাত, ১/৭২ পৃ. হা/২০৬, পরিচ্ছেদ: كتاب الْعلم}
আক্বিদা
নাবী পাক (ﷺ)’র শানদার ইরশাদ যে, আজ মাযহাবি এবং অর্থনৈতিক মতানৈতক্য হচ্ছে সেসব ব্যক্তিদের কারণে, যারা এসব ভ্রান্ত মূর্খদেরকে ইমাম এবং সর্দার বানিয়েছে। যাদের আক্বিদা এবং দৃষ্টিভঙ্গি ভ্রান্ত।
কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামা‘আতের আক্বিদা ওই সব লোকের আক্বিদা অনুযায়ী যাদের উপর আল্লাহর অনুগ্রহ রয়েছে।
____________________
আকাইদে সাহাবাহ
(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)
মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ
ক্বাদেরী আশরাফী (رحمة الله)
বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান
সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।
https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan
একটি মন্তব্য পোস্ট করুন