নবুয়তের দৃষ্টি

 

নবুয়তের দৃষ্টিঃ-



❏উম্মুল মু’মিনিন সায়্যিদাতুনা আয়িশা (رضي الله عنه) বর্ণনা করেন,



وَهُوَ يَرَى مَا لَا أَرَى



-‘‘রাসূল (ﷺ) এমন বস্তু দেখেন যা আমি দেখি না।’’ ৩০৪


{৩০৪. সহীহ মুসলিম শরীফ, ৪/১৮৯৬ পৃ. হা/২৪৪৭, পরিচ্ছেদ: بَابٌ فِي فَضْلِ عَائِشَةَ رَضِيَ اللهُ تَعَالَى عَنْهَا , হযরত আয়িশা (رضي الله عنه)-এর ফযিলত।}



আক্বিদা


নুবুওয়াতের দৃষ্টিতে ওই সব বস্তু দেখেন যা অন্যদের দৃষ্টিগোচর হয় না।

____________________

আকাইদে সাহাবাহ

(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)

মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ

ক্বাদেরী আশরাফী (رحمة الله)

বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন