কোরআন সুন্নাহের বাহিরেও মুজতাহিদদের মানা


কোরআন সুন্নাহের বাহিরেও মুজতাহিদদের মানা-



❏ ইমাম হাকেম নিশাপুরী (رحمة الله) তার মুস্তাদরাকে ও ইমাম তবারী (رحمة الله) তার তাফসীরে সূরা নিসার ৫৯ নং আয়াতের ব্যাখ্যায় রঈসুল মুফাস্সির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (رضي الله عنه) হতে একটি ব্যাখ্যা সংকলন করেন-



عَنِ ابْنِ عَبَّاسٍ، فِي قَوْلِهِ تَعَالَى: {أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ} [النساء: ৫৯] يَعْنِي: أَهْلَ الْفِقْهِ وَالدَّيْنِ



-‘‘হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (رضي الله عنه) বলেন, (وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ) এ আয়াতের আদেশ দাতা হল দ্বীনের মুজতাহিদ ফকীহগণ।’’ ৮২


{৮২. ইমাম হাকেম নিশাপুরী, আল-মুস্তাদরাক, ১/২১১ পৃ. হাদীসঃ ৪২৩, প্রাগুক্ত. ইমাম জারীর তবারী : তাফসীরে তবারী : ৪/১৫১পৃ., আল্ল¬ামা ইবনে কাসীর : তাফসীরে কুরআনুল আজীম : ২/২৪৫ পৃ. ইমাম ফখরুদ্দিন রাজী : তাফসীরে কাবীর : ৪/১১৩ পৃ. শাওকানী : ফতহুল কাদীর : ১/৩৮০পৃ. }


 


❏ ইমাম বাগভী (رحمة الله) তার তাফসিরে লিখেন-



قَالَ ابْنُ عَبَّاسٍ وَجَابِرٌ رَضِيَ اللَّهُ عَنْهُمْ: هُمُ الْفُقَهَاءُ وَالْعُلَمَاءُ الَّذِينَ يُعَلِّمُونَ النَّاسَ مَعَالِمَ دِينِهِمْ



-‘‘হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (رضي الله عنه) ও হযরত জাবির বিন আব্দুল্লাহ (رضي الله عنه) বলেন, উক্ত আয়াতের (وَأُولِي الْأَمْرِ مِنْكُمْ) দ্বারা দ্বীনের ফকিহ এবং উলামাদের কথা বুঝিয়েছেন যারা মানুষকে দ্বীন শিক্ষা দিবেন।’’


(ইমাম বাগভী, শরহে সুন্নাহ, ১/৬৫০ পৃ.)



আক্বিদা


উপরের আয়াত এবং সাহাবায়ে কেরামদের তাফসির দ্বারা প্রমাণিত হয়ে গেল যে কোরআন ও সুন্নাহের পড়েও দ্বীনের মুজতাহিদ ফকিহদেরকে অনুসরণ করতে হবে, এটাই মহান রব তা‘য়ালার নির্দেশ। ৮৩


{৮৩ . সম্পাদক কর্তৃক সংযোজিত।}


____________________

আকাইদে সাহাবাহ

(সাহাবায়ে কিরামদের সাথে সুন্নি আক্বিদার সাদৃশ্য)

মূল:আল্লামা আবুল হামিদ মুহাম্মদ যিয়াউল্লাহ

ক্বাদেরী আশরাফী (رحمة الله)

বঙ্গানুবাদ: মাওলানা হাফেয মুহাম্মদ আতিকুর রহমান

সূত্রঃ 🌍 ইসলামী বিশ্বকোষ এপ্স।

https://play.google.com/store/apps/details?id=com.islamboi.rizwan


Post a Comment

নবীনতর পূর্বতন